428
Published on সেপ্টেম্বর 6, 2015জরিপে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মনোভাব ইতিবাচক পরিলক্ষিত হয়েছে। মানুষ বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়েও আশাবাদী।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) চলতি বছরের জুন মাসে এ জরিপ চালায়। গত বুধবার তা প্রকাশিত হয়।
সরকারের সমর্থন বৃদ্ধি
২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনের ১৮ মাস পর সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন যথাক্রমে ৬৬ শতাংশ ও ৬৭ শতাংশে পৌঁছেছে।
জরিপে অংশগ্রহণকারীরা দেশের ভবিষ্যৎ অগ্রগতির ব্যাপারে খুবই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ৬২ শতাংশ মনে করেন দেশ সঠিক পথে এগুচ্ছে (যা সংস্থাটির পরিচালিত ২০১৪ সালের সেপ্টেম্বরের জরিপে ছিল ৫৬ শতাংশ)।
এছাড়া ৭২ শতাংশ মানুষ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে ইতিবাচক গণ্য করছেন। উত্তরদাতাদের ৬৮ শতাংশ মনে করেন বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি ভাল এবং ৬৪টি শতাংশের মতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে।
দুর্নীতি নিয়ে উদ্বেগ
নির্বাচনী সহিংসতা ও নিত্যদিনের হরতাল স্থিমিত হওয়ার প্রেক্ষাপটে ২৪ শতাংশ বাংলাদেশী দুর্নীতিকে প্রধান সমস্যা হিসেবে মনে করেন। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সমস্যা হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতির কথা বলা হয়েছে। এক্ষেত্রে ১৬ শতাংশ রাজনৈতিক স্থিতিশীলতা ও ১৫ শতাংশ নিরাপত্তা পরিস্থিতিকে সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল স্ট্রাটেজিক পার্টনারশীপের সহযোগিতায় আইআরআই চলতি বছরের ২৩ মে থেকে ১০ জুন পর্যন্ত প্রাপ্ত বয়স্কের মাঝে (১৮ বছর ও তদুর্ধ্ব) সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই জরিপ পরিচালনা করে। দেশের ৭ বিভাগের ৬৪ জেলার ২৫৫০ জন জরিপে অংশগ্রহণ করেন।
আইআরআই নির্বাচনী ইস্যু নিয়ে ২০০৮ সাল থেকে বাংলাদেশে জরিপ পরিচালনা করছে।