উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নির্মাণে ৩ হাজার ৩১৭ কোটি টাকার প্রকল্পের অনুমোদন

331

Published on আগস্ট 25, 2015
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেয়া হয়।

সংশ্লিষ্ট এলাকার পরিবেশ সংরক্ষণের পাশাপাশি এই পয়ঃশোধনাগার প্রকল্পে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হবে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, একনেক সভায় মোট ৬ হাজার ৫৫৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং মোট ব্যয়ের ৩ হাজার ৯৪৭ কোটি টাকা সরকারি কোষাগার, ২ হাজার ৫৮৭ কোটি টাকা প্রকল্প সাহায্য এবং ১৭ কোটি ৮৫ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর তহবিল থেকে যোগান দেয়া হবে। এই ৫ প্রকল্পের মধ্যে ৪টি নতুন।

দাসেরকান্দি পয়ঃশোধনাগার সম্পর্কে তিনি বলেন, প্রকল্প এলাকা ও হাতিরঝিল সংলগ্ন এলাকার পরিবেশ সংরক্ষণে এ প্রকল্পে পয়ঃশোধনে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হবে।

প্রতিদিন ৫শ’ মিলিয়ন লিটার পয়ঃশোধনের ক্ষমতাসম্পন্ন এই প্রকল্প খিলগাঁওয়ে নির্মিত হবে। পাশাপাশি একটি ‘স্যুয়ারেজ লিফটিং স্টেশন’ নির্মাণ করা হবে। ঢাকা ওয়াসা ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

মোস্তফা কামাল বলেন, পাগলায় অবস্থিত ঢাকা ওয়াসার বর্তমান পয়ঃশোধনাগারটি নগরবাসীদের মাত্র ২০ শতাংশের জন্য সুয়ারেজ সুবিধা দিতে পারে। এ পরিস্থিতিতে ঢাকা ওয়াসার সম্প্রতি প্রণীত মাস্টার প্লানে নগরীতে ১১টি পয়ঃশোধনাগার স্থাপনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

একনেক সভায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ব্লকে ৪৬২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ভূমি উন্নয়ন, সংরক্ষণ ও সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৭ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

সভায় অনুমোদিত ৫৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় সাপেক্ষ বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়ক (বালুখালী-ঘুনধুম) নির্মাণ প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে সড়ক ও জনপদ অধিদফতর। এটি কক্সবাজারের উখিয়া উপজেলা ও বান্দরবানের নিখনছড়ি উপজেলায় নির্মিত হবে।

একনেকে অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হচ্ছেÑ ৪৮২ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায় এবং ২ হাজার ২৩৬ টাকা ব্যয়ে বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকায় সমন্বিত উন্নয়ন প্রকল্প।

একনেক সভায় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবৃন্দ এবং পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত