প্রথম সংবিধান ছাপানো মুদ্রণযন্ত্র পেল জাতীয় জাদুঘর

467

Published on আগস্ট 18, 2015
  • Details Image

এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারপ্রাপ্ত সচিব আকতারী মমতাজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তৎকালীন সময়ের মুদ্রণ কারিগর মো. আবু সাঈদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ড. ফয়জুল লতিফ চৌধুরী ও বিজি প্রেসের মহাপরিচালক এ কে এম মনজুরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘পশ্চিমা দেশগুলোতে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করা এবং জনগণের সামনে তা তুলে ধরা সেদেশের অনেক গুরুত্বপূর্ণ কাজেরই একটি অংশ। আমাদের দেশে বিগত সময়ে তেমন গুরুত্ব না পেলেও বর্তমানে সময়ে করা হচ্ছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হিসেবে এটাকে সংরক্ষণ করা হয়েছে।’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি একটি মৃতপ্রায় যন্ত্র। কিন্তু ইতিহাসেরর কাছে এর মূল্য অনেক। আর সে বিবেচনায় আমরা এটি জাদুঘরে নিতে সম্মত হয়েছি।’

প্রসঙ্গত, ১৯৭২ সালে প্রণীত হয় বাংলাদেশের প্রথম সংবিধান। তৎকালীন তথ্য মন্ত্রণালয়ে নিযুক্ত কর্মকর্তা মরহুম এ কে এম আব্দুর রউফ এটি প্রথম হাতে লিখেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিজি প্রেসে এটি ছাপানো হয়। প্রথম মুদ্রণ যন্ত্রটির নাম CRABTREE DOUBLE DEMY TWO COLOUR OFFSET PRESS যা আমদানী করা হয় ১৯৫২ সালে এবং এটি মুদ্রণ কাজে ব্যবহৃত হয় ১৯৮৬ পর্যন্ত প্রায় ত্রিশ বছর। মেশিনটির নির্মাতা প্রতিষ্ঠান ছিল M/S R-HOE & Crabtree Ltd. England. সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল M/S Indo Swiss Trading Co. Ltd. যার মূল্য ছিল চুয়াত্তর হাজার আটশ’ চল্লিশ টাকা তেতাল্লিশ পয়সা।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত