সরকারি কলেজগুলোকে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান করার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

377

Published on আগস্ট 5, 2015
  • Details Image

প্রধানমন্ত্রী সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর শিক্ষার্থীদের চাপ কমাতে এ কথা বলেন।

গতকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের নেতৃত্বে ৪ সদস্যের এক প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি (প্রধানমন্ত্রী) এ অভিমত ব্যক্ত করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান ৩৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নের কথা উল্লেখ করে বলেন, উচ্চ শিক্ষার ওপর এ ধরনের চাপ কমাতে সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা প্রয়োজন।

তিনি বলেন, দেশের বেসরকারি কলেজগুলোকেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করা প্রয়োজন। কারণ, এখানে এতো বড় ক্যাম্পাসের প্রয়োজন নেই।

প্রধানমন্ত্রী শিক্ষার অধিকতর বিকাশের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, তাঁর সরকার শিক্ষা বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্প্রসারণে কাজ করছে।

তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা সার্বক্ষণিক মনিটরের জন্য ইউজিসিকে নির্দেশ দেন।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৩ সালে ইউজিসি প্রতিষ্ঠাকালে দেশে মোট ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিলো। এখন দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ১২১টি।

তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, বাংলাদেশে উচ্চ শিক্ষার মান বাড়াতে বিশ্বব্যাংকের ২৪০ মিলিয়ন ডলার ঋণ সহায়তায় একটি প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন প্রায় ৩০ লাখ শিক্ষার্থী রয়েছে। এর ৬৩ শতাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত