419
Published on জুলাই 26, 2015সজীব ওয়াজেদ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের একটি পর্যায়ে পৌঁছেছে। আমাদের হাতে অর্থায়নের সীমিত সুযোগ সত্ত্বেও আমরা প্রকল্প গ্রহণ করছি। সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকায় দেশ এগিয়ে যাচ্ছে, যুবকরা লাভবান হচ্ছে, তারা চাকরি পাচ্ছে।
আইসিটি বিভাগের উদ্যোগে আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ৫০০ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইসিটি সচিব শ্যামসুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং এথিক্্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড’র (ইটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বক্তব্য রাখেন।
মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদের শেষ নাগাদ দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেয়া হবে।
তিনি বলেন, ‘ দেশকে এগিয়ে নিতে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, কাজ এগিয়ে চলছে। আমাদের অনেক স্বপ্ন আছে। আমরা দেশের ৭টি বিভাগের প্রত্যেকটিতে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলবো। বর্তমানে ব্যাংকআপ হিসেবে আমাদের ৬টি সাবমেরিন ক্যাবল আছে। এতে গ্রাহকরা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার সম্মুখীন হবেন না।’
আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই অর্জন জয়ের জন্য সম্ভব হয়েছে, বর্তমান সরকার আইসিটি খাতের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণতন্ত্র পেয়েছি এবং নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছি। সজীব ওয়াজেদ জয়ের আন্তরিক প্রচেষ্টায় তাঁর নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশ অর্জন করবো।’
৫০০ মোবাইল অ্যাপসের মধ্যে ৩০০টি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার তথ্য ও সেবা নিয়ে এবং বাকি ২০০ অ্যাপস প্রতিযোগিতামূলক কার্যক্রমের মধ্যে পাওয়া সৃজনশীল ধারণার ভিত্তিতে তৈরি হয়েছে।