কৃষকদের ঋণ দিতে সরকারের ৮২৩ কোটি টাকার তহবিল গঠন

494

Published on জুলাই 11, 2015
  • Details Image

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানায়, ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের (এনজিও) মাধ্যমে ঋণের অর্থ কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক এই কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। মোট তহবিলের ৭৫৬ কোটি টাকা জাইকা ঋণ সহায়তা দিয়েছে। বাকী ৬৭ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করছে।

এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘কৃষিক্ষেত্রে উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং পণ্য উৎপাদনে বহুমূখীতা আনয়নের জন্য এই কর্মসূচি নেয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় সহজশর্তে কৃষকরা ঋণ পাবেন। যেসব কৃষকরা সাধারণত প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা থেকে বঞ্চিত তারাই মূলত অগ্রাধিকারভিত্তিতে এই ঋণ পাবেন।’

তিনি বলেন, যেসব ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ প্রদান করা হবে, সেসব প্রতিষ্ঠান বাছাইয়ের কাজ চলছে এখন। তবে তহবিলের আওতায় একজন কৃষক কি পরিমাণ ঋণ পাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

মোট তহবিলের ৭১৬ কোটি টাকা ঋণ হিসেবে বিতরণ করা হবে।

উল্লেখ্য, বর্তমানে বর্গাচাষীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে ৫০০ কোটি টাকার একটি তহবিল রয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত