আওয়ামী লীগের বিদ্যুতায়ন কর্মসূচিতে সন্তুষ্ট সাধারণ মানুষঃ জরিপে প্রকাশ

388

Published on জুলাই 7, 2015
  • Details Image

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগ (পাওয়ার সেল) এর উদ্যোগে গবেষণা প্রতিষ্ঠান মিডাস এর পরিচালনায় এক জরিপে এই তথ্য উঠে এসেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র ও পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের আওতাধীন ১৫ হাজার গ্রাহকের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।

জরিপে দেখা গিয়েছে, ৭২.৩৩ শতাংশ মানুষ বিদ্যুৎ পরিচালনা পদ্ধতি নিয়ে সন্তুষ্ট। ৫৭.২ ভাগ মানুষ মনে করেন, সরকার বিদ্যুৎ বিতরণ পদ্ধতিকে পরিবর্তন ও উন্নয়ন করেছে।

গ্রাম ও শহরের প্রায় ৮৬ শতাংশ মানুষ নির্বিঘ্নে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন বলে স্বীকার করেছেন।

আওয়ামী লীগ সরকার কৃষিতে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে পেরেছে বলে মনে করেন কৃষকেরা। জরিপে অংশগ্রহনকারী শতভাগ কৃষক জানিয়েছেন তাঁরা সেচের সময়য় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা লাভ করেছেন।

গত কয়েক বছরে গ্রাহকেরা অনেক বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন বলে উঠে এসেছে এই জরিপে। গ্রাহকদের মতে বিদ্যুৎ বিল প্রদানের পদ্ধতির ডিজিটালাইজেশনের কারনে তাঁরা অনেক হয়রানি থেকে মুক্তি পেয়েছেন।

৬৯ শতাংশ গ্রাহক মনে করেন, অনলাইনে বিল প্রদানের সুবিধাটি অনেক উপকারী পদক্ষেপ।

সারা বাংলাদেশে বিদ্যুতায়নের যে কাজ বাংলাদেশ আওয়ামী লীগ শুরু করেছে তার প্রভাবের একটি চিত্র এই জরিপে প্রকাশ পেয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত