প্রতিবেশীদের চাইতে বাংলাদেশ অধিক শান্তিপূর্ণ

428

Published on জুন 26, 2015
  • Details Image

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শান্তিপূর্ণ দেশের স্থান দখল করেছে ভুটান। ১৬২টি দেশের মধ্যে ভুটানের অবস্থান ১৮তম। বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশের খ্যাতি অর্জন করেছে উত্তর আটলান্টিকের স্বল্প জনসংখ্যার দ্বীপ দেশ আইসল্যান্ড। ভুটানের পর তালিকায় রয়েছে ক্রমানুসারে নেপাল, বাংলাদেশ, শ্রীলংকা (১১৪তম), ভারত, পাকিস্তান ও আফগানিস্তান (১৬০তম)।

সূচক প্রকাশে সহিংসতার মাত্রা, অপরাধ, অভ্যন্তরীণ ও দ্বন্দ্বে জড়িত থাকা এবং সামরিকীকরণের মাত্রা ইত্যাদি বিষয় বিবেচনা করেছে সংস্থাটি। বিশ্বের শীর্ষ ১০টি শান্তিপূর্ণ দেশের মধ্যে ছয়টি ইউরোপ মহাদেশের। বিশ্বের শান্তিপূর্ণ দেশ হিসেবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও অস্ট্রিয়া।

ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে অবস্থান ধরে রেখেছে ইউরোপ। কারণ এখানে অভ্যন্তরীণ ও বৈশ্বিক সহিংসতার প্রভাব কম। সহিংসতাপূর্ণ দেশ হিসেবে সূচকের নিচে অবস্থান করছে সিরিয়া, ইরাক ও আফগানিস্থান।

ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রতিবেদন অনুযায়ী, শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের চেয়েও পিছিয়ে রয়েছে যুক্তরাষ্টা। যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪তম আর বাংলাদেশের ৮৪তম। সামরিকীকরণ, নরহত্যা ও সহিংসতার ঝুঁকির কারণেই যুক্তরাষ্ট্রের অবস্থান পেছনের সারিতে। প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে সহিংসতা কিছুটা বাড়ায় দক্ষিণ এশিয়া শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে ওপরে উঠে এসেছে। যদিও এ অঞ্চলের দেশগুলো এককভাবে খুব বেশি এগোতে পারেনি, তবে ভুটান, নেপাল ও বাংলাদেশের এক্ষেত্রে ইতিবাচক সাফল্য অর্জন করেছে। সূচকে সহিংসতা নিয়ন্ত্রণের খরচের হিসাবে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৫৭তম অবস্থানে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত