378
Published on জুন 15, 2015রোববার এখানে বিআইসিসি’তে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্থানীয় হার্ডওয়্যার ইন্ডাস্টির উন্নয়নে আমরা জোর গুরুত্ব দিয়েছি।
তিন দিনব্যাপী বাংলাদেশ আইসিটি-এক্সপো দেশের বৃহত্তম হার্ডওয়্যার মেলা- উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তি অগ্রসর দেশ নির্মাণের লক্ষ্য অর্জনের প্রচেষ্টা আরো জোরদারে গত বছরের ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনের ধারাবাহিকতায় আমরা এই মেগা হার্ডওয়্যার ভিত্তিক মেলার আয়োজন করতে যাচ্ছি।’
আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহযোগিতায় বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক আইসিটি কোম্পানী যৌথভাবে এই এক্সপোর আয়োজন করেছে।
স্থানীয় হার্ডওয়্যার ব্রান্ড দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে আকর্ষণীয় করে তুলতেই এ মেলার আয়োজন করা হয়।
আজ সোমবার দুপুর ১২টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ এ মেলা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বিসিএস’র সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহযোগী সংস্থার প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।
তিনদিনে এক্সপো’তে মোট ২০টি সেমিনার অনুষ্ঠিত হবে, প্রায় ১৫০ জন আইসিটি বিশেষজ্ঞ এবং বিদেশী বিভিন্ন কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তা এতে অংশ নেবেন। ১৫ জন বিদেশী বক্তব্য রাখবেন।
মেলায় ১০০ স্টল এবং ৩৫টি প্যাভিলিয়ন থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।