408
Published on মে 20, 2015প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, সুশীল কৈরালা আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং দুর্যোগের পর জরুরি ত্রাণসামগ্রী ও চিকিৎসক দল দ্রুত পাঠানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
টেলিফোনে ১২ মিনিট আলাপকালে শেখ হাসিনা ভূমিকম্পে নেপালে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে।
নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান যে, তিনি আগামী বর্ষায় কি পরিস্থিতি ঘটতে পারে সে জন্য উদ্বিগ্ন। বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত অধিকাংশ ঘরবাড়ি মেরামত করা যাবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও কাঠামো মেরামত করার কাজে আরো বেশি গৃহনির্মাণ সামগ্রী পাঠানোর ব্যাপারে নেপালের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।
শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন যে, ত্রাণ ও অন্যান্য সামগ্রী বহনের জন্য নেপাল সৈয়দপুর ও ঈশ্বরদী বিমান বন্দর ব্যবহার করতে পারবে।
গত ২৫ এপ্রিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু ও আশপাশের এলাকায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে হাজার হাজার প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। এতে সহায়-সম্পত্তিরও বিপুল ক্ষতি হয়েছে।