সীমান্ত চুক্তি বিল পাস বাংলাদেশের বিরাট কুটনৈতিক সাফল্যঃ প্রধানমন্ত্রী

403

Published on মে 7, 2015
  • Details Image

ভারতের রাজ্যসভায় বুধবার স্থল সীমান্ত চুক্তি বিল পাস হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, এটা সরকারের ব্যাপক কূটনৈতিক সাফল্য এবং এ প্রক্রিয়ায় সম্পৃক্ত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।’

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাঁর সূচনা বক্তব্যে এ কথা বলেন।

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে এই বিল পাসের ফলে বাংলাদেশ ও ভারত- এই দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েক দশকের সীমান্ত বিরোধ নিষ্পত্তির পথ সুগম হলো।

ইন্দিরা-মুজিব চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারত উভয় দেশের সীমান্তে ভূমি ও নাগরিক কেন্দ্রিক দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির এই স্থল সীমান্ত বিল রাজ্যসভায় উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বিলটি পাসের প্রেক্ষাপট উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলা ভাগের পর থেকে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত কেউই এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম দুই প্রতিবেশী দেশের মধ্যকার কয়েক দশকের পুরনো সীমান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধু এর সমাধানে কাজও করেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, কিন্তু বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর এই প্রক্রিয়া থেমে যায় এবং পরবর্তী কোনো সরকার এনিয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, ’৭৫-পরবর্তী সরকারগুলো ভারতের সঙ্গে স্থল সীমান্ত হোক বা সমুদ্র সীমা, কোনো অমিমাংসিত বিষয় নিষ্পত্তির উদ্যোগ নেয়নি।

শেখ হাসিনা বলেন, ওই সরকারগুলো স্বাধীনতা বিক্রির অভিযোগ করে কেবল আওয়ামী লীগকে গালিই দিয়েছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে, তারা দেশের কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঝুলে থাকা সব সমস্যা সমাধানের উদ্যোগ নেয়। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে আবারো এই প্রক্রিয়া থেমে যায়।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে ক্ষমতায় ফিরে এসে আওয়ামী লীগ সরকারই এই প্রক্রিয়া পুনরুজ্জীবিত করে। আমরা ইতোমধ্যে ভারতের সঙ্গে স্থল সীমান্ত ও সমুদ্র সীমা- এ দু’টি বিরোধ নিষ্পত্তি করেছি।

ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত