সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং

400

Published on মে 6, 2015
  • Details Image

সফররত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত চাই ঝি আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতকালে একথা জানিয়ে বলেন, এ সফরের ফলে দু’দেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।

চীনের উপ-প্রধানমন্ত্রী লিও ইয়ানডং-এর ২৪ থেকে ২৬ মে বাংলাদেশ সফরের মধ্যদিয়ে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কর্মসূচির শুরু হচ্ছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কর্মসূচি উদযাপনে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশ সফর করবেন বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।

বিশেষ দূত চাই ঝি বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারে সহযোগিতা করতে আগ্রহী।

বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত চাই ঝি ১৫ বছর আগে তুলনায় ঢাকা শহরের বর্তমান চমৎকার উন্নয়নের প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশ তাঁর নেতৃত্বে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

বিশেষ দূত বলেন, বাংলাদেশের জনগণ খুবই বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী। তিনি বলেন, এদেশের উন্নয়নে শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি। তিনি আঞ্চলিক উন্নয়নে চীনের প্রতি বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে চীন কর্তৃক প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে ঢাকা ও চট্টগ্রাম যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে তিনি চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় চট্টগ্রামে জমি বরাদ্দের কথা উল্লেখ করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত