সমৃদ্ধ বাংলাদেশের জন্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়তে হবে : জয়

458

Published on মে 3, 2015
  • Details Image

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, ‘আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন রয়েছে। এ জন্য আমরা প্রযুক্তিগতভাবে অগ্রসরমান দেশ গড়তে আইসিটি জ্ঞানসমৃদ্ধ জনশক্তি গড়ে তুলতে আইসিটিভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছি।’

তিনি আজ এখানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

আইসিটি বিভাগের মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান, আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এ ছাড়া এতে বিভিন্ন সরকারি সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যাংকার, আইটি বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জয় বলেন, আমি আমাদের তরুণ প্রজন্মের মাঝে বিপুল সম্ভাবনা দেখছি। তাদের মেধা বিকাশের জন্য তাদের যথাযথ শিক্ষা ও আইসিটি অভিজ্ঞ হিসেবে গড়ে তুলতে হবে।

মার্ক জুকারবার্গের ফেসবুক উদ্ভাবনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মও অনুরূপ মেধার স্বাক্ষর রাখছে। পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হলে এ দেশের তরুণরাও আইসিটি ক্ষেত্রে এ ধরনের জনপ্রিয় উদ্ভাবনীতে সক্ষম হবে।

জয় বলেন, ব্যাপক ডিজিটাইজেশন উদ্যোগের অংশ হিসেবে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে গড়ার লক্ষ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ৫ হাজার ডিজিটাল সেন্টার, উল্লেখযোগ্য সংখ্যক মাল্টিমিডিয়ার ক্লাস রুম ও আইটি ল্যাব স্থাপন করেছে।

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনন্য সাধারণ অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার রূপায়ন ত্বরান্বিত করতে ইন্টারনেট সুবিধা জনগণের নাগালে পৌঁছে দেয়া এবং অনেক আইসিটি ভিত্তিক কর্মসূচি নিশ্চিত করার প্রচেষ্ঠার জন্য এই সরকার প্রশংসার দাবিদার।

আইসিটি উপদেষ্টা বলেন, আমাদের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়াইফাই জোন স্থাপন পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ওয়াইফাই জোনের আওতায় এসেছে। সরকার তরুন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে জ্ঞানার্জনে তাদের জন্য আইসিটি সুবিধা বিস্তৃত করতে চায়।

তিনি বলেন, আমরা একজন শিক্ষার্থীর জন্য একটি করে ল্যাপ প্রদান প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ল্যাপটপ দেয়া কর্মসূচি মাত্র শুরু করলাম। এই কর্মসূচি অব্যাহত থাকবে।

পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে ভিশন ২০২১’র রূপরেখার ভিত্তিতে উৎপাদনশীলতা বাড়াতে আইসিটির ব্যবহার, সরকার পরিচালনা, সেবা প্রদান ও আইটি শিল্পের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে।

তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে জনতাত্ত্বিক সুফল পাচ্ছে এবং মোট জনসংখ্যায় তরুনদের উপস্থিতি লক্ষণীয় হওয়ায় জনসংখ্যার দিক থেকে এদেশের লাভবান হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

পলক বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আইসিটির অবদান বাড়াতে শহর ও গ্রাম উভয় এলাকায় তরুনদের আইসিটি বিষয়ে পারদর্শী করতে অনেক কর্মসূচি নেয়া হয়েছে।

একজন শিক্ষার্থীর জন্য একটি ল্যাপটপ প্রকল্পের আওতায় এক্সিম ব্যাংকের অর্থায়নে ৫শ’ ল্যাপটপের মধ্যে আজ শিক্ষার্থীর মাঝে ২৫০টি ল্যাপটপ বিতরণ করা হয়।

ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত