547
Published on মে 2, 2015সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এই শ্লোগান বাংলাদেশের জনগণের জন্য বিজয়ের নির্দেশক। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তরুণদের হাতে রয়েছে বাংলাদেশ, তারাই দেশকে সামনে এগিয়ে নেবে। আমার জয়বাংলা ডিজিটাল বাংলাদেশ হচ্ছে। গত ৫ থেকে ৬ বছরে আমরা অত্যন্ত সফলভাবে ভিশন বাস্তবায়নে সক্ষম হয়েছি।’
বিভিন্ন খাতের ৩০ জন যুবকের মাঝে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড বিতরণকালে আইসিটি বিশেষজ্ঞ জয় এসব কথা বলেন।
গোটা দেশ থেকে সফল তরুণদের খুঁজে বের করে তাদের সাফল্যের কাহিনী ছড়িয়ে দিতে এবং তাদের একটি প্লাটফরমে নিয়ে আসার জন্য সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সিআরআই নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস’র সভাপতিত্বে অনুষ্ঠানে সিআরআই ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নায়েম রাজ্জাক এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সমাজ কল্যাণ সচিব নাসিমা বেগম প্রমুখ বক্তৃতা করেন।
জয় বলেন, আজকে তরুণরা সচেতন হচ্ছে, তারাই বাংলাদেশের দায়িত্ব নেবে সেটিই হবে বাংলাদেশের জন্য বিজয়। আমি বিশ্বাস করি যুবকরা বাংলাদেশকে এগিয়ে নেবে। আমাদের পরিকল্পনা ২০২১ সাল পর্যন্ত সীমিত নয়। আমাদের পরিকল্পনা, আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার হচ্ছে ২০২১ সাল নাগাদ বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত করা। আমাদের পরিকল্পনা হচ্ছে ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ নির্মাণ করা।
নসরুল হামিদ বিপু বলেন, জয়বাংলা শ্লোগান দিয়ে বঙ্গবন্ধুর একটি সাধারণ আহ্বানে বাংলাদেশের জনগণ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়।
উদ্ভাবন, গবেষণা, উদ্যোক্তা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশ থেকে বাছাই করা সেরা ৩০ জন তরুণ-তরুণীর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন সজীব ওয়াজেদ জয়। তাদের প্রত্যেককে ল্যাপটপ, ক্রেস্ট ও সনদ দেয়া হয়।
সারাদেশ থেকে এক হাজার ৪৬৯ জন তরুণ-তরুণীর মধ্যে থেকে 'নির্দিষ্ট' ক্যাটাগরিতে ৬০ জন তরুণ-তরুণীকে বাছাই করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। ৬০ জনের মধ্যে বাকি ৩০ জনের প্রত্যেককে হ্যান্ডসেট দেয়া হয়।
দেশের তরুণ সমাজকে সমন্বিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সংযুক্ত করতে, উদ্ভাবন ও সৃজনশীলতায় অনুপ্রাণিত করতে ১০ বিষয়ের ওপর ভিত্তি করে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' দিয়ে থাকে 'ইয়াং বাংলা'। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) তরুণদের জন্য 'ইয়াং বাংলা' প্লাটফর্মটি তৈরি করে।
ব্যবসা, অর্থনৈতিক উদ্যোগে সাফল্য, রাজনীতি, আইনি এবং সরকারসংক্রান্ত প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও সাফল্য, সাংস্কৃতিক সাফল্য, নৈতিক এবং পরিবেশ উন্নয়নে নেতৃত্ব, শিশু কল্যাণ, বিশ্বশান্তি এবং মানবাধিকারের ক্ষেত্রে অবদান, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, উদ্ভাবনা ও গবেষণা এই ১০টি বিষয়ে পুরো দেশ থেকে সেরা তরুণদের বাছাই করে 'জয় বাংলা' পুরস্কার দেয়া হয়।
সরকারি মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ চালুসহ তরুণদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে জয় বলেন, আমরা ফোকাস করেছি তরুণদের ওপর। কারণ তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে।
দিনব্যাপী এ অনুষ্ঠানে লেজার শো, ভিডিও চিত্রের মাধ্যমে সিআরআই তার বিভিন্ন কার্যক্রমসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরছে। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত তরুণরা তাদের সফলতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন।