499
Published on এপ্রিল 29, 2015নবনির্মিত স্থাপনার মধ্যে রয়েছে- শহীদ মোস্তফা কামাল লাইনের সৈনিকদের জন্য নিসর্গ আবাসিক এলাকা, ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন্য আধুনিক অফিস ও সৈনিক লাইন, কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং সৈনিকদের জন্য দৃষ্টিনন্দন ও আধুনিক নির্ঝর আবাসিক এলাকা এবং সেনা পরিবার কল্যাণ সমিতির প্রধান কার্যালয় ‘সূর্যকন্যা’।
প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বপালনকারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা নির্ঝর আবাসিক এলাকায় কর্মকর্তাদের জন্য দুইটি, জেসিও’দের জন্য একটি এবং সৈনিকদের জন্য দুইটি আবাসিক ভবন উদ্বোধন করেন।
এ ছাড়াও তিনি ১১০ মিটার দ্বিতল সেতু, একটি ছাত্রাবাস, পেসেন্ট এ্যাটেন্ডেন্ট রেস্ট হাউস, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং নির্ঝর আবাসিক এলাকায় ত্রিবেনী রেস্টুরেন্ট উদ্বোধন করেন।
এসময় সশস্ত্র বাহিনী ও দেশের উত্তরোত্তর শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
পরে প্রধানমন্ত্রী ওইসব স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারী, নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।
এছাড়াও, সাবেক সেনা প্রধানবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে এসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার-ইন-চীফ মেজর জেনারেল মো. আবদুল কাদির এবং এরিয়া কমান্ডার (লগ এরিয়া) মেজর জেনারেল মিজানুর রহমান খান তাঁকে স্বাগত জানান।