389
Published on এপ্রিল 20, 2015প্রধানমন্ত্রী আজ তাঁর তেজগাঁও কার্যালয়ে একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশ দেন।
উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শেখ হাসিনা বলেন, এই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে তা অল্প সময়ের মধ্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রী এএইচএম মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, যুব প্রতিমন্ত্রী বিরেন শিকদার, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কামাল আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, সভায় এ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে তা বাস্তবায়নে নেয়া কর্মকান্ড নিবিড় পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতি জোরদার ও দারিদ্র্য হ্রাস করা। এ লক্ষ্য অর্জনে একটি বাড়ী একটি খামার প্রকল্প হাতে নেয়া হয়েছে।
তিনি বলেন, এ প্রকল্পের আওতায় প্রতিটি বাড়ী স্বনির্ভর হয়ে উঠবে এবং কৃষকরা সমবায় বাজার ব্যবস্থার মাধ্যমে তাদের পণ্য বিক্রি করতে পারবে।
আয়বর্ধক কর্মকান্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের ভিশন নিয়ে চালু একটি বাড়ী একটি খামার প্রকল্প হচ্ছে বর্তমান সরকারের এক অনন্য উদ্যোগ। এতে কৃষকদের অর্জিত আয় খাদ্য উৎপাদন ও সংশ্লিষ্ট কর্মকান্ডে পুনরায় বিনিয়োগ করা হয়।
শেখ হাসিনা বলেন, এ প্রকল্পের ২২ লাখ সুবিধাভোগীর ৬০ শতাংশ হচ্ছে নারী। তারা ইতোমধ্যে ২ হাজার কোটি টাকার আমানত গড়ে তুলেছে, যা সরকারের জন্য এক মাইল ফলক। এই প্রক্রিয়ায় প্রতিমাসে প্রত্যেক সুবিধাভোগীর হিসেবে সরকারি অনুদান ২শ’ টাকার সঙ্গে নিজস্ব ২শ’ টাকা করে জমা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, একটি বাড়ী একটি খামার প্রকল্প বাস্তবায়নের জন্য ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রকল্পটির আওতায় ৪০ হাজার ৫২৭টি গ্রাম নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব গ্রাম ও ওয়ার্ড এ প্রকল্পের আওতায় আসবে।
বৈঠকে বলা হয়, এ প্রকল্পের আওতায় ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে দেশের বিভিন্ন স্থানে প্রায় ২৭৪টি সমবায় মার্কেট স্থাপিত হয়েছে। আরো সমবায় মার্কেট প্রতিষ্ঠার কাজ চলছে।
ছবিঃ ফোকাস বাংলা