ভারতের সাথে বাণিজ্য চুক্তির অনুমোদন দিল মন্ত্রিসভাঃ যোগাযোগব্যবস্থা ব্যবহারের সুযোগ

433

Published on এপ্রিল 6, 2015
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব এম. মোশাররফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, বাণিজ্য চুক্তির মেয়াদ হবে পাঁচবছর এবং পরবর্তী পাঁচবছরের জন্য তা স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য। চুক্তিটি ২০১৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর বলে গণ্য হবে। অন্যদিকে আগের চুক্তিটি বিগত ৩১ মার্চ তারিখে মেয়াদ-উত্তীর্ণ হয়ে যায়।

এ ছাড়াও, মন্ত্রিসভা ‘বন্দর (সংশোধন) আইন ২০১৫’-এর মৌলিক নীতিমালার খসড়া অনুমোদন করে। এর আওতায় নদী বন্দরগুলোকে সচল রাখতে বন্দর কর্তৃপক্ষগুলো যেকোন স্থাপনা নির্মাণ করতে পারবে।

বিদ্যমান ‘বন্দর আইন ১৯০৮’ সংশোধন করে নতুন আইন তৈরি করা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধিত আইনে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ‘প্রাকৃতিক জলাধার আইন ২০০০’- এ যেকোন উদ্দেশ্যে খেলার মাঠ, উন্মুক্ত জায়গা অথবা প্রাকৃতিক জলাধার ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা অগ্রাহ্য করা হয়েছে।

নতুন আইন সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বন্দর সচল রাখতে বন্দর কর্তৃপক্ষগুলো প্রাকৃতিক জলাধার ও উন্মুক্ত জায়গা ব্যবহার করতে পারবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে পরিকল্পনা কমিশন উপস্থাপিত ‘বাংলাদেশের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, আলোচনা শেষে মন্ত্রিসভা কিছু পর্যবেক্ষণ এবং নথিপত্রসমূহ পুনঃসমীক্ষার নির্দেশ দিয়েছে।

ছবিঃ ফোকাস বাংলা

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত