মোবাইল ফোনে চার্জ আরোপ মন্ত্রিসভায় অনুমোদন

469

Published on মার্চ 30, 2015
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে আজ অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূইয়া বৈঠক শেষে সাংবাদিকদের জানান, এই সারচার্জ মোবাইল ফোন গ্রাহকদের মোবাইল ফোন চার্জের মোট টাকার ওপর আরোপ হবে। সরকার ধারণা করছে, এতে বছরে ১৪০ কোটি টাকার একটি তহবিল গঠন হবে। এই অর্থ পাবলিক সেক্টরে শিক্ষা ও স্বাস্থ্যসেবা কাজে ব্যবহার করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, মন্ত্রিসভা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (সংশোধনী) আইন-২০১৫ এর খসড়াটি অনুমোদন না করে আরো যাচাই-বাছাই এবং বর্তমান বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (সংশোধন) আইন-২০১০ সংশোধনের প্রয়োজন পরীক্ষা করে দেখতে ফেরত দিয়েছে।
মন্ত্রিসভা বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমীরাতের মধ্যে স্বাক্ষরিত দুটি চুক্তি বলবৎ রাখতে দুটি প্রস্তাব অনুমোদন করেছে।

একটি চুক্তি হচ্ছে, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমীরাতের মধ্যে নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত চুক্তি এবং অপরটি বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমীরাতের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী বিনিময় সংক্রান্ত চুক্তি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রথম চুক্তির অধীন বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমীরাত নিরাপত্তা এবং অপরাধ দমন, অবৈধ পাচার ও মাদক, অস্ত্র, বিস্ফোরক পাচার এবং মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, সরকারি বৈধ দলিলপত্র ও মেধাসত্ব অধিকার বিষয়ে তথ্য বিনিময়ে সম্মত হয়েছে।

অপর চুক্তি হচ্ছে দু’দেশের মধ্যে সাজাপ্রাপ্ত আসামী বিনিময় চুক্তি। এই চুক্তিতে কোন সাজাপ্রাপ্ত আসামীকে তার নিজ দেশে সাজা ভোগের সুযোগ দেয়া হয়েছে।

মোশাররফ হোসেন ভূইয়া বলেন, মন্ত্রিসভা সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী এবং আধুনিক সিঙ্গাপুরের স্থপতি লী কুয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

লী কুয়ান ইয়ে ছিলেন বাংলাদেশের একজন শুভাকাঙ্খি। তার পররাষ্ট্র নীতি দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সহায়ক ছিল। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের সময়ে এই সম্পর্ক নতুন মাত্রায় উপনীত হয়।

সিঙ্গাপুরের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সে দেশে জনশক্তি পাঠানো সহায়ক হয়। শোক প্রস্তাবে বলা হয়, তার মৃত্যুতে বাংলাদেশ একজন দৃঢ়চেতা রাষ্ট্রনায়ক ও জ্ঞানী লোককে হারালো।

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ওম্যান ইন পার্লামেন্ট (ডব্লিউআইপি) গ্লোবাল ফোরাম এ্যাওয়ার্ড প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় রাজনৈতিকভাবে লিঙ্গ বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই এ্যাওয়ার্ড বাংলাদেশ পেয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এটি আদ্দিস আবাবায় গত ২৫ মার্চ অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে গ্রহণ করেন।

ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত