421
Published on মার্চ 23, 2015প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, গত বছর ন্যাশনাল হেল্থ কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয় দু’টি প্রতিষ্ঠিত হবে।
হেলথ কাউন্সিল গত বছর মার্চে এক বৈঠকে দেশের স্বাস্থ্য সেবা খাতের উন্নয়নে আরো বিশেষজ্ঞ চিকিৎসা ব্যক্তিত্ব গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিষ্ঠান দু’টি প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় স্বায়ত্তশাসিত হবে। এতে অন্যান্য কমিটির মধ্যে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ফ্যাকাল্টি, ডিনস কমিটি, কারিকুলাম কমিটি, বোর্ড অব এডভান্সড স্টাডিজ, ফিন্যান্স কমিটি, প্লানিং এন্ড ডেভেলপমেন্ট কমিটি এবং ডিসিপ্লিন কমিটি থাকবে।
রাষ্ট্রপতি এর চ্যান্সেলর হবেন। তিনি এ দুই প্রতিষ্ঠানের শিক্ষক বা চিকিৎসা শিক্ষায় অভিজ্ঞ যে কোন শিক্ষাবিদকে বিশ্ববিদ্যায় দু’টির ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেবেন। কিছু শর্তে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হবে। এতে দু’জন প্রো-ভাইস চ্যান্সেলর থাকবেন।
ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের কার্যকাল হবে ৪ বছর। যা দ্বিতীয় মেয়াদের জন্য বর্ধিত করা যাবে।
ভাইস চ্যান্সেলর সিন্ডিকেটের প্রধান হবেন। দু’জন সংসদ সদস্য, প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন ও সরকারি প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধি নিয়ে সিন্ডিকেট গঠিত হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজসহ এ দুই অঞ্চলের সকল মেডিকেল কলেজ এই দুই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে।
বিশ্ববিদ্যালয় দু’টি স্নাতকোত্তর ও নার্সিংয়ে স্নাতক ডিগ্রি প্রদান করবে।
ছবিঃ ইয়াসিন কবির জয়