দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কৌশল পত্রের খসড়া চূড়ান্ত হচ্ছে

577

Published on মার্চ 11, 2015
  • Details Image

ন্যাশনাল সোসাল সেফটি নেট স্ট্যাটেজি চূড়ান্তকরণ বিষয়ে আজ এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে জেনারেল ইকোনমিক ডিভিশনের এ কৌশলপত্র উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য প্রফেসর ড. সামসুল আলম।

ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০১১-২০১৫) ৩ পর্যায়ে কৌশল বাস্তবায়ন প্রস্তাব সমন্বিত খসড়া প্রস্তাব তৈরি করেছে জেনারেল ইকোনমিক ডিভিশন (জিইডি)।

বৈঠকে প্রধানমন্ত্রী দ্রুত দারিদ্র্য দূরীকরণে এবং মানব সম্পদ উন্নয়নে বিচক্ষণতার সঙ্গে কৌশলপত্র প্রণয়নের ওপর জোর গুরুত্বারোপ করেন।

শেখ হাসিনা বলেন, দেশকে দারিদ্র্য থেকে মুক্ত করার লক্ষ্যে জনগণ বিশেষ করে দরিদ্র শ্রেণীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর তাঁর বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে।

কৌশলপত্রের প্রধান লক্ষ্য হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য হ্রাস, মানব সম্পদ উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারের মাধ্যমে সকল নাগরিকের জন্য একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা।

কৌশলপত্রের প্রথম পর্যায় ২০১৫-২০২০ সালে, দ্বিতীয় পর্যায় ২০২১-২০২৫ এবং চূড়ান্ত পর্যায় ২০২৬ থেকে বাস্তবায়ন হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্প থেকে ৩.৫৭ কোটি লোক উপকৃত হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, ভূমিমন্ত্রী মামসুর রহমান শরীফ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, নরডিক দেশগুলোর অভিজ্ঞতার আলোকে স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম চালু করেন।

তিনি বলেন, ১৯৯৬ সালে সরকারে দায়িত্ব গ্রহণ করে জাতির জনকের দৃষ্টান্ত অনুসরণ করে বয়স্ক, দরিদ্র, বিধবা, প্রসূতি মা ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ভাতা চালু করা হয়।

দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়নের জন্য জিইডিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশকে ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে পরিণত করার জন্য সরকারের লক্ষ্য অর্জনের এই নীতি অন্যতম সহায়ক হবে।

সরকার ১৪৫টির বেশি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের জন্য চলতি বছরের বাজেটে ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। যা দেশের জিডিপির প্রায় ২.৩ শতাংশ।

কৌশলপত্রে ২০১৫-২০১৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে ৩৬,৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে।

নতুন কৌশলপত্রে নবজাতক, স্কুল শিশু, নারী, বৃদ্ধ ব্যক্তি ও প্রতিবন্ধী থেকে বিভিন্ন বয়সের লোকদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের প্রস্তাব করা হয়েছে।

ছবিঃ ইয়াসিন কবির জয়

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত