1152
Published on মার্চ 10, 2015অর্থবছরের শুরুতে মূল এডিপিতে মোট বরাদ্দ ছিল ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। গত বছর সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ ছিল ৬০ হাজার কোটি টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব শফিকুল আজম ও পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সংশোধিত এডিপিতে প্রকল্প সংখ্যা কমানো হয়েছে। মূল এডিপির এক হাজার ২২৪টি প্রকল্প থেকে কমিয়ে করা হয়েছে এক হাজার ২০৪টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প থাকছে একশ হাজার ১৪টি, কারিগরি প্রকল্প ১৬৯টি এবং জাপানি ঋণ মওকুফ সহায়তা তহবিলের (জেডিসিএফ) ২১টি প্রকল্প।
এছাড়া সংশোধিত এডিপিতে বৈদেশিক সহায়তার প্রকল্প দাঁড়িয়েছে ৩৫৬টি এবং পিপিপির প্রকল্প ১৮টি।
এদিকে, সংশোধিত এডিপিতে খাত ভিত্তিক বরাদ্দ হচ্ছে, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে ৭ হাজার ৫ কোটি ৫ লাখ টাকা, ভৌত পরিকল্পনা-পানি সরবরাহ ও গৃহায়ন খাতে ৬ হাজার ৮৪৪ কোটি টাকা, স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবারকল্যাণ খাতে ৪ হাজার ৭৪১ কোটি ৬১ লাখ টাকা, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ৪ হাজার ৬৩০ কোটি ২৭ লাখ, কৃষি খাতে ৪ হাজার ১৯৭ কোটি ৭১ লাখ টাকা, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে ৭ হাজার ৫ কোটি টাকা, পানি সম্পদ খাতে ২ হাজার ৮৯ কোটি ৪৫ লাখ টাকা, শিল্প খাতে এক হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা, তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে এক হাজার ৭১ কোটি ১৫ লাখ টাকা, যোগোযোগ খাতে ৭৪৩ কোটি ৫৮ লাখ, ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাতে ৬ হাজার ৮৪৪ কোটি, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ১৬৬ কোটি ৯২ লাখ, গণসংযোগ খাতে ১০৯ কোটি ৯৫ লাখ, সমাজকল্যাণ, মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন খাতে ৪০৯ কোটি ৪ লাখ, জনপ্রশাসন খাতে এক হাজার ৭০১ কোটি ৪৬ লাখ, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ৪ হাজার ৬৩০ কোটি ২৭ লাখ এবং শ্রম ও কর্মসংস্থান খাতে ৪৫৭ কোটি ৬০ লাখ টাকা।
সংশোধিত এডিপিতে বরাদ্দ কমানো হচ্ছে না পদ্মা সেতু প্রকল্পে। মূল এডিপিতে এই সেতুর জন্য বরাদ্দ ছিল ৮ হাজার ১০০ কোটি টাকা। সেটাই বরাদ্দ থাকছে।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার বেড়েছে। এসময়ে মোট ৩২ হাজার ৩৮১ কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে যা শতকরা ৩৮ ভাগ। যা গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৬ হাজার ৩৪৭ কোটি টাকা বা ৩৬ ভাগ। সেই হিসেবে গতবছরের একই সময়ের তুলনায় এডিপি বাস্তবায়নের হার ২ শতাংশ বেশি।
অন্যদিকে গত জানুয়ারি পর্যন্ত বাস্তবায়নের হার ছিল ৩২ শতাংশ। সে তুলনায় এক মাসের ব্যবধানে বাস্তবায়নের হার ৬ শতাংশ বেড়েছে।
ছবিঃ ইয়াসিন কবির জয়