470
Published on মার্চ 2, 2015সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব ড. সুব্রাহ্মণিয়াম জয়শংকর গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চিঠি হস্তান্তর করেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
প্রেস সচিব জানান, মোদি তার চিঠিতে উল্লেখ করেছেন, ‘আমি শিগগির বাংলাদেশ সফর করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় পররাষ্ট্র সচিবের কাছে জানতে চান কখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশ তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
প্রেস সচিব জানান, ভারতের পররাষ্ট্র সচিব ইতিবাচক জবাব দেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে তার বাংলাদেশ প্রতিপক্ষের কাছে তার আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, নয়াদিল্লী দু’টি প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য আরো জোরদারের লক্ষ্যে ঢাকার সঙ্গে দু’টি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। তিনি বলেন, আমরা শিগগির বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত প্রটোকল এবং উপকূলীয় জাহাজ চলাচল সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবে।
প্রধানমন্ত্রী নিউইয়র্ক ও কাঠমান্ডুতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করেন। তিনি বলেন, আমরা আলোচনায় অনেক বিষয়ে একমত হয়েছি এবং আমি আশা করি এগুলো বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী ও ভারতীয় পররাষ্ট্র সচিব ইন্ডিয়ান লাইন অব ক্রেডিটের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো নিয়ে আলোচনা এবং এসব প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা সার্ক কাঠামোর বাইরে অনেক সমস্যা দ্বিপাক্ষিক পর্যায়ে সমাধান করতে পারি।’ তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি খাতের সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, বেসরকারি খাত এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রধানমন্ত্রী ও ভারতীয় পররাষ্ট্র সচিব ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয় নিয়েও আলোচনা করেন। শেখ হাসিনা ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে আরো বিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ ব্যক্ত করেন।
জবাবে ড. জয়শংকর বলেন, বাংলাদেশে ভারত থেকে আরো বিদ্যুৎ যাবে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক, নয়াদিল্লীতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।