সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ প্লান্ট এলাকার সামাজিক উন্নয়নে তহবিল গঠন করবে

433

Published on মার্চ 2, 2015
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে বিদ্যুৎ বিভাগের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন এবং পরিচালনা নীতি শীর্ষক এই খসড়া প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিসভা সদস্যবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব এম মোশাররফ হোসাইন ভূইঞা ব্রিফকালে সাংবাদিকদের বলেন, খসড়ায় তহবিল গঠনের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ৩ পয়সা ট্যারিফ ধার্যের প্রস্তাব করা হয়েছে।

সচিব বলেন, সরকার ২০২০ সালে ৩০ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে। এর অর্ধেক বিদ্যুৎ কয়লাভিত্তিক প্লান্টে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

তিনি বলেন, মন্ত্রিসভা সামাজিক উন্নয়ন তহবিল পরিচালনার জন্য স্থানীয় অধিবাসীদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে।

বৈঠকে গণকর্মচারী (বিদেশী নাগরিকের সহিত বিবাহ) আইন-২০১৫, ব্যাটালিয়ন আনসার (সংশোধন)-২০১৫ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন-২০১৫ - এই তিনটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

গণকর্মচারী (বিদেশী নাগরিকের সহিত বিবাহ) আইন-২০১৫ হচ্ছে এ সম্পর্কিত ১৯৭৬ সালের আইনের বাংলা সংস্করণ। এই নতুন সংস্করণে ২০০৮ ও ২০০৯ সালের অধ্যাদেশ ও সংশোধনী অন্তর্ভূক্ত হয়েছে।

১৯৭৬ সালের আইনে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষ কূটনীতিক ব্যতীত অন্যান্য গণকর্মচারীর বিদেশী নাগরিক বিবাহের বিধান রয়েছে। পরে ২০০৮ সালে এক অধ্যাদেশের মাধ্যমে কূটনীতিকদেরও এই আইনের সুবিধাভোগীর আওতাভুক্ত করা হয়। ২০০৯ সালে অধ্যাদেশটি জাতীয় সংসদে আইন হিসেবে পাশ হয়।
বৈঠকে ব্যাটালিয়ন আনসার (সংশোধনী) আইন-২০১৫’র অনুমোদিত খসড়ায় যে কোন অপরাধের জন্য এ বাহিনীর সদস্যদের বাধ্যতামূলক অবসরের বিধান সংযুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রিসভা আনসার বাহিনীতে বিদ্রোহের জন্য মূল আইনে শাস্তির বিধান অন্তর্ভুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর এ সম্পর্কিত নতুন আইন অনুসরণ করতে বলা হয়েছে। এতে অঙ্গীভূত আনসার সদস্যদের ব্যাটালিয়ন আনসার হিসেবে স্থায়ীকরণের বয়সসীমা কমিয়ে ৯ বছরের স্থলে ৬ বছর প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন-২০১৫ হচ্ছে এ সম্পর্কিত ১৯৭৬ সালের আইনের হালনাগাদ সংস্করণ। এর অনুমোদিত খসড়ায় সংস্থাটির মূলধন ১ কোটি থেকে ৫ কোটি টাকা এবং পূর্ণকালীন পরিচালকের সংখ্যা ৫ থেকে ৭ জনে উন্নীত করার প্রস্তাব রয়েছে।

সংস্থাটির আর্থিক ব্যবস্থাপনার জন্য পেশাদার হিসাবরক্ষক পদ সৃষ্টিরও নির্দেশ দেয়া হয়েছে। তবে পেট্রোবাংলার প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকা স্থানান্তরের প্রস্তাব নাকচ করে দেয় মন্ত্রিসভা।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, বৈঠকে সর্বোচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষাপটে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আইনের সব খসড়া বাংলা ভাষায় উত্থাপন করা হয়।

ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত