দেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু' উৎক্ষেপণে চুক্তি স্বাক্ষর

1447

Published on জানুয়ারি 15, 2015
  • Details Image

প্রায় তিন হাজার কোটি টাকার এ প্রকল্পের প্রাথমিক কাজ আগামী মাসে শুরু হবে। উৎক্ষেপনের সময় ধরা হয়েছে ২০১৭ সালের ডিসেম্বরে।

বিশ্বের ৫৫টি দেশের নিজস্ব উপগ্রহ আছে, যা ব্যবহার করছে বাকি দেড়শ দেশ। বাংলাদেশের মত এমন দেশগুলো স্যাটেলাইট চ্যানেল, ইন্টারনেট, টেলিযোগাযোগ ব্যবস্থায় বছরে ব্যয় করে কোটি কোটি ডলার। এমন অবস্থায় ইজারার মাধ্যমে নিজেদের নির্দিষ্ট কক্ষপথে উপগ্রহ পরিচালনার মালিকানা পেলো বাংলাদেশ।

চুক্তি সই অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, আশপাশের যেসব দেশে উপগ্রহ নেই তাদেরকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে বাণিজ্যিকভাবে ব্যবহার ও ইজারা দিয়ে লাভজনক করা যাবে।

আর উপগ্রহ উৎক্ষেপন ও পরিচালনার রুশ-ভারতসহ ২৬টি দেশের সরকারের যৌথ প্রতিষ্ঠান ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনালের মহাপরিচালক ভাদাম ই বেলোভ বলেন, প্রতিষ্ঠানটি এমনিতে ইজারা ১৫ বছরের জন্য দিলেও বাংলাদেশ ব্যতিক্রম। প্রায় পঞ্চাশ বছর এই কক্ষপথ ব্যবহার করা যাবে বলে জানান তিনি।

উপগ্রহ পরিচালনার বিশ্বের অভিভাবক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অরগাইনাজেশনের আগে দুটি অরবিটালের অনুমোদন পেলেও বাণিজ্যিক সম্ভাবনার কথা বিবেচনা করেই নতুন এই অরবিটালে কাজ শুরু করতে যাচ্ছে বিটিআরসি।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত