460
Published on জানুয়ারি 5, 2015প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে খসড়াটির অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এটি মূলতঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এ্যাক্ট-১৯৭৪ এর আপডেটেড বাংলা ভার্সন। তিনি আরো বলেন, নতুন আইনে বিগত দিনের সকল সংশোধনী ও অধ্যাদেশ সন্নিবেশিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে আইনটি বাংলায় করা হয়েছে। আদালত ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দু’টি সামরিক সরকারের সময়ে প্রণীত সকল আইন ও অধ্যাদেশ বাতিল করে দিয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) একটি স্বায়ত্তশাসিত পাবলিক মাল্টি ডিসিপ্লিনারি অর্গানাইজেশন। বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের জন্য উন্নয়ন ইস্যুতে নীতি নির্ধারনী গবেষণা পরিচালনা করে।
মন্ত্রিসভার বৈঠকে গত ২৫ থেকে ২৮ নভেম্বর ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বৈঠকে বাণিজ্য মন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়।
বৈঠকে গত ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সিভিল রেজিস্ট্রেশন এন্ড ভাইটাল স্ট্যাটিস্টিক সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের সম্মেলনে পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কিত অপর একটি প্রতিবেদন পেশ করা হয়।