শীতকবলিত অঞ্চলে কম্বল ও গরম কাপড় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

444

Published on ডিসেম্বর 13, 2014
  • Details Image

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষের কাছ থেকে কম্বল গ্রহণকালে এ নির্দেশ দেন।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ হাজার পিস কম্বল প্রদান করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, শহরাঞ্চলে শীতের প্রকোপ কম হলেও গ্রাম ও পার্বত্য এলাকায় শীত অনেক বেশী।

শেখ হাসিনা কম্বল গ্রহণ করে এই মহতী উদ্যোগের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সমাজের সামর্থবান লোকদের প্রতি দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

তিনি বলেন, বিত্তবানরা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করলে কার্যত দরিদ্র ও দুঃস্থ লোকেরা উপকৃত হন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত