অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ৬ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

532

Published on ডিসেম্বর 8, 2014
  • Details Image

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী আজ জানান, প্রধানমন্ত্রী এখানে তাঁর বাসভবন গণভবনে গতকাল সন্ধ্যায় ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালামের হাতে এ অনুদানের চেক তুলে দেন।

এইচবিওটি গুরুতর অগ্নিদগ্ধ রোগিদের প্রেসারাইজড রুমে বা টিউবে বিশুদ্ধ অক্সিজেন প্রদানসহ অত্যাধুনিক চিকিৎসা সুবিধা দেবে ।

ডিকম্প্রেশনজনিত অসুস্থতা, মারাতœক সংক্রমণ ও ধমনিতে বায়ু সঞ্চালনের ক্ষেত্রে বহুমূত্র ও রেডিয়েশনজনিত রোগীরা ক্ষতের চিকিৎসায় এই থেরাপি দ্বারা সুফল পাবেন।

অনুদানের চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সহিংসতা, অগ্নিকান্ড ও বিস্ফোরণসহ নানা কারণে জটিল রোগির সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক আন্দোলনের নামে গত বছর দেশব্যাপী বিএনপি-জামায়াতের ব্যাপক নৈরাজ চলাকালে এনআইবিপিএসে মারাত্মকভাবে দগ্ধ রোগির সংখ্যা অনেক বেড়ে যায়।

তিনি বলেন,ওই সময় ডিকম্প্রেশনজনিত আহত অনেক রোগিকে বাঁচানো সম্ভব হয়নি। নতুন এই পদ্ধতি রোগিদের আধুনিক চিকিৎসা প্রদানের সুযোগ প্রশস্ত করবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান, ডেপুটি গভর্ণর ড. এসকে সুর চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালান, এনআইবিপিএসের অবৈতনিক উপদেষ্টা ডা. সামান্ত লাল সেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত