ঢাকা-শিলং-গোয়াহাটি রুটে বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত

553

Published on ডিসেম্বর 7, 2014
  • Details Image

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাস চলাচলের রুট চুড়ান্ত করে সমীক্ষা চালাতে একটি যৌথ কারিগরি কমিটি ১০-১১ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে এই বাস চলাচল চালু করবে। বাংলাদেশ ও ভারতের যৌথ কারিগরি দল এই পরীক্ষামূলক বাস চলাচলের মাধ্যমে এই রুটের অবস্থা ও রুটের সুযোগ-সুবিধা যাচাই করবে। ১২ ডিসেম্বর এই ট্রায়াল শেষ হবে। প্রতিনিধিদল এর পরই নিয়মিত বাস চলাচলে সুযোগ-সুবিধা সম্বলিত সমীক্ষা রিপোর্ট জমা দেবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, উক্ত প্রতিনিধিদলে অর্থমন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয় ছাড়া আসাম ও মেঘালয় রাজ্য সরকারের প্রতিনিধি থাকবেন। সূত্র আরো জানায়, আগামী ১০ ডিসেম্বর সকাল ৯টায় গৌহাটি থেকে শুরু হবে এই পরীক্ষামূলক বাস চলাচল। ১০ ডিসেম্বর পরীক্ষামূলক বাস চলাচল শুরুর জন্য বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাত সদস্যের প্রতিনিধিদল ঢাকা থেকে ৯ ডিসেম্বর গৌহাটি পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে জানা গেছে, বর্তমানে ত্রিপুরার আগরতলা ও পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ঢাকার সঙ্গে দুটি বাস সার্ভিস চালু রয়েছে। নতুন এই বাস চলাচল রুট চালু হলে যোগ হবে ওই দুটি রুটের অতিরিক্ত আরো একটি রুট।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত