নবায়নযোগ্য জ্বালানির বহুমুখী ব্যবহারকে বাংলাদেশ উৎসাহিত করছে:বিদ্যুৎ প্রতিমন্ত্রী

466

Published on ডিসেম্বর 7, 2014
  • Details Image

প্রতিমন্ত্রী ‘২০৩০ সালের মধ্যে সকলের জন্য টেকসই জ্বালানি’ শীর্ষক জাতিসংঘের প্রোগ্রামের আওতায় ‘ ইউএন ফাউন্ডেশন এবং গ্লোবাল এলায়েন্স ফর ক্লিন কুকস্টোভস’ এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত “ওয়ার্ল্ড সামিট অন ক্লিন কুকস্টোভস (World Summit on Clean Cookstoves)’’-এর “কুকস্টোভস ফিউচার সামিট (Cookstoves Future Summit)’’-এ বক্তৃতাকালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সমন্বিতভাবে নবায়নযোগ্য জ্বালানি কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, সম্প্রসারণ ও এ সংক্রান্ত কার্যক্রম তদারকীকরণের জন্য বাংলাদেশে একক প্রতিষ্ঠান “শ্রেডা (Sustainable Renewable Energy Development Authoritz (SREDA)’’ গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, “কান্ট্রি একশন প্ল্যান ফর ক্লিন কুকস্টোভস এর আওতায় ২০৩০ সালের মধ্যে ৩০ মিলিয়ন প্রচলিত চুলা বায়ুগ্যাস চুলা দ্বারা প্রতিস্থাপিত করা হবে। এ কার্যক্রমে মহিলা উদ্যোক্তাদের সম্পৃক্ত ও উৎসাহিত করার উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রদহাম ক্লিনটন বলেন, সারাবিশ্বে উন্নয়নশীল দেশে ৩ বিলিয়ন পরিবার রান্নার জন্য চুলাতে সলিড ফুয়েল ব্যবহার করে, ফলে বাসগৃহের বায়ুদূষণে বছরে প্রায় ৪ মিলিয়ন মানুষ মারা যায়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে হন্ডুরাসের প্রেসিডেন্ট, যুক্তরাজ্য, নরওয়ে, ঘানা, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, কিউবাসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত