বাংলাদেশে কারখানা স্থাপন করবে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘প্রোটন’

478

Published on ডিসেম্বর 2, 2014
  • Details Image

প্রোটনের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আজ কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের এক সরকারি সফরে আজ মঙ্গলবার মালয়েশিয়া পৌঁছালে মাহাথির মোহাম্মদ তাঁর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন। গ্র্যান্ড হায়াতের প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে তাঁদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী বলেন, বৈঠকে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী সুবিধাজনক কোনো এক সময়ে বাংলাদেশে সফরের জন্য মাহাথির মোহাম্মদের প্রতি আহ্বান জানান।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত