652
Published on ডিসেম্বর 1, 2014আর বিশেষ করে আওয়ামী লীগ সরকার অর্থনীতির স্থিতি সুসংহত করা এবং স্থিতিস্থাপকতা আনয়নে যে পরিবর্তনগুলো সাধন করেছে তার প্রেক্ষিতে বলা যায় দেশের অর্থনীতির বৃদ্ধি বর্তমান বছর এবং পরের বছরগুলোতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এশিয় উন্নয়ন ব্যাংকের হেডকোয়ার্টারে ‘ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সাস্টেইনিবিলিটি ডেভেলপমেন্ট: দ্যা বাংলাদেশ কেস’ শীর্ষক উপস্থাপনায় এই তথ্য প্রকাশ করেন, যেখানে তিনি বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধির প্রবাহ তুলে ধরেন।
গত পাঁচ বছরে, বাংলাদেশ তার ‘অর্থনৈতিক স্থিতি’ বজায় রেখে চলেছে এবং দেশের জিডিপি শতকরা ৬ শতাংশের বেশি রয়েছে গত কয়েক বছর ধরেই।
তিনি আরও আশা প্রকাশ করেছেন যে এই প্রবৃদ্ধি এবছরে ৬.৫ শতাংশ ছাড়িয়ে যাবে কারণ অর্থনীতির সব সূচকই ইতিবাচক রয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা পাঁচ বছর আগে মাত্র ৭.৬ বিলিয়ন মার্কিন ডলার ছিল। বিদেশ থেকে আসা রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ১৪.২৩ বিলিয়ন মার্কিন ডলারে আর রফতানী আয়ের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৩০.১৮ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নর উল্লেখ করেন মুদ্রাস্ফীতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। অক্টোবরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে এর পরিমাণ ছিল ৬.৬ শতাংশ।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এবং বহির্বিশ্বে বাংলাদেশের বাজার স্থির থাকলে ২০১৪-১৫ অর্থবছরেই মুদ্রাস্ফীতির পরিমান ৬.৫ শতাংশে নেমে আসবে বলে আশা করা যাচ্ছে।