সরকারের উদ্যোগে প্রত্যাশিত আয়ু বাড়লো আরও ৩ বছর; জন্ম-মৃত্যুর হারও কমলো

401

Published on ডিসেম্বর 1, 2014
  • Details Image


আওয়ামী লীগের গত চার বছরের শাসনামলে, অনূর্ধ্ব পাঁচ বছরের শিশুদের মৃত্যুহার হ্রাস পেয়ে বছরে প্রতি হাজারে ২০১২ সালে হয়েছে ৪২, যা ২০০৮ সালের হিসাবে প্রতি হাজারে ছিল ৫৪টি, আর প্রতি হাজারে মৃত্যুহার এখন কমে ৫.৩ তে দাঁড়িয়েছে যা ২০০৮ সালে ছিল বছরে প্রতি হাজারে ৬.০।
এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে যে বিষয়গুলো তা হচ্ছে, সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্যসেবাসমূহের সম্প্রসারণ, টেলিযোগাযোগে আরো সহজলভ্যতা এবং সাক্ষরতার হার উন্নয়ন প্রভৃতির উদ্যোগ।
২০০৮ সালে ক্ষমতাগ্রহণের অব্যবহিত পরপরই আওয়ামী লীগ সরকার এই উদ্যোগগুলো গ্রহণ করে এবং প্রকল্পগুলো ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিশ্চিত করে।
প্রত্যাশিত আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৬৯.৪ বছর, ২০১২ সালের তথ্যানুযায়ী যা কিনা ২০০৮ সালের হিসাবে ছিল ৬৬.৮ বছর, অর্থাৎ চার বছরে ২.৬ শতাংশ বৃদ্ধি। আবার, মাতৃমৃত্যুহারও কমে দাঁড়িয়েছে ২.০৩ বছরে প্রতি হাজারে জীবিত জন্মগ্রহণের মধ্যে, যা ২০০৮ সালে ছিল ৩.৪৮।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত