বাংলাদেশের অগ্রযাত্রায় অবদান রাখতে যুবসমাজকে এগিয়ে আসতে হবেঃ সজীব ওয়াজেদ

625

Published on নভেম্বর 15, 2014
  • Details Image

তিনি বলেন, ‘শুধু বর্তমান ক্ষেত্রের উন্নয়ন করলেই হবে না। আমরা বাংলাদেশের ভবিষ্যতকে উন্নয়ন করতে চাই। সেই জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে।’

সজীব ওয়াজেদ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)সহ আরও কয়েকটি অঙ্গসংগঠনের পক্ষে ‘ইয়াং বাংলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। ‘ইয়ং বাংলা’ ‘রুপকল্প ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত একটি সম্মিলিত কন্ঠ স্বর।

সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগের স্বপ্ন শুধু বর্তমানকে নিয়ে নয়। আওয়ামী লীগ দেশের মানুষের ভবিষ্যৎকেও নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, তরুনরাই আমাদের দেশের ভবিষ্যৎ। দেশের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তা আমরা ধরে রাখতে চাই। বর্তমানে যাঁরা বয়স্ক, নেতৃবৃন্দ দেশের উন্নয়নে অবদান রাখছেন, ভবিষ্যতে তো তাঁরা বেঁচে থাকবেন না। তখন যুবকদের কী করণীয় হবে, কী কাজ করবে সে জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধামন্ত্রীর উপদেষ্টা বলেন, কর্মসংস্থানের জন্য সরকারের পক্ষ থেকে হাজার হাজার যুবককে বিভিন্ন কাজে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ইন্টার্নশিপ কর্মসূচি শুরু করা হয়েছে। আমরা শুধু যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই না। চাই তাঁরা নিজেদের উদ্যোগে কিছু করুক।

যুবকদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি (এসএনই) ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে উল্লেখ করে জয় বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় তহবিল করে দিয়েছে। কেউ যদি সফটওয়্যার, আইটি ফার্ম করতে চান তাহলে সেখান থেকে ঋণ নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। আমরা সেটাই করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে জয় বলেন, পাঁচ বছর আগে দেশে কর্মসংস্থানের অভাব, বিদ্যুতের অভাবসহ নানা সমস্যা ছিল। আমরা এসব সমস্যার সমাধান করতে সফল হয়েছি। দেশের উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আমরা রাস্তাঘাট, ব্রিজ, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ সুবিধাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি।

অনুষ্ঠানে ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি, সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির শামস দেশের সকল জেলা থেকে আগত তরুণ সংগঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ‘ইয়ং বাংলা’র ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন।

এ সময়ে নাহিম রাজ্জাক বলেন, দেশের চার কোটি তরুণ সমাজকে সম্পৃক্ত করে রূপকল্প ২০২১ বাস্তবায়ন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও এ সময়ে প্রধানমন্ত্রীর জালানী উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার প্রায় ২০০টি তরুণ সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত