বাংলাদেশের উন্নয়নে ২১১ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি

633

Published on নভেম্বর 5, 2014
  • Details Image

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (ইউরোপ) আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ এবং জার্মান সরকারের পক্ষে অর্থনৈতিক সহযোগিতা মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের প্রধান ওলফার্ম ক্লেইন।

চুক্তি অনুযায়ী, ২১১ মিলিয়ন ইউরোর মধ্যে ১৪০ মিলিয়ন ইউরো সহজ শর্তে ঋণ হিসেবে এবং বাকি ৭১ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। বৈঠকে দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার সময় উভয় দেশের প্রতিনিধিদল উন্নয়ন সহযোগিতা জোরদার করানোর মাধ্যমে বন্ধুপ্রতিম দেশ দু’টির বর্তমান সুসম্পর্ক আরও এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনার পর সর্বসম্মতিক্রমে ২০১৫-১৬ সালের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত খাতসমূহে জার্মান-বাংলাদেশ আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সহযোগিতার খাতগুলো হচ্ছে- নবায়ন জ্বালানি ও জ্বালানি দক্ষতা। সুশাসন, আইনের শাসন ও ন্যায়বিচার, শহরাঞ্চল জলবায়ু অভিযোজন।

জার্মান সরকার অগ্রাধিকার খাত ছাড়া অন্যান্য কয়েকটি খাতে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- হেলথ সেক্টর প্রোগ্রাম অ্যান্ড স্টাডি অ্যান্ড এক্সপার্ট ফান্ড। সূত্র জানায়, ফেডারেল রিপাবলিক অব জার্মান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী এবং ১৯৭২ সালে দুই দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জার্মানি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করে আসছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত