575
Published on নভেম্বর 4, 2014বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক জানান, গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি গ্যাস চুরি ও অপচয় রোধ করতে আবাসিক গ্রাহকদের জন্য প্রি-পেইড মিটার বসানোর উদ্যোগ নেয়া হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম এই দুই মেগা সিটিতে আবাসিক গ্যাসের ব্যবহার প্রি-পেইড মিটারের আওতায় নিয়ে আসা হবে। এতে বিদ্যমান দুই বার্নারের প্রিপেইড গ্যাস মিটার ব্যবহার করে আরো আর্থিক সুবিধা পাবেন গ্রাহকরা। প্রি-পেইড মিটার বসলে গ্রাহকরা স্ব-উদ্যোগেই গ্যাসের সাশ্রয় করবে। এতে গ্যাসের অপচয় অনেকাংশে হ্রাস পাবে।
মন্ত্রনালয়ের নির্দেশনায় কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চট্টগ্রাম মহানগরীতে ২৪৮ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে ৬০ হাজার প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করবে।
প্রকল্প অনুযায়ী, তিতাস গ্যাস ৭২২ কোটি টাকা ব্যয়ে ঢাকার আবাসিক গ্রাহকদের জন্য দুই লক্ষ প্রি-পেইড গ্যাস মিটার বসাবে। এর আগে মোহম্মদপুর ও লালমাটিয়া এলাকায় একটি পাইলট প্রকল্পের অধীনে ৫ হাজার প্রি-পেইড মিটার বসায় তিতাস।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পের ৭০ ভাগ ব্যয় বহন করবে। বাকি ৩০ ভাগ টাকা দিবে বাংলাদেশ সরকার।
জ্বালানী মন্ত্রনালয়ের সচিব জানান, এ প্রকল্প এখন পরিকল্পনা মন্ত্রনালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রনালয়ের অনুমোদন পেলেই তা বাস্তবায়ন পর্যায়ে যাবে।