524
Published on অক্টোবর 17, 2014আজ এখানে পাওয়া এক বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির ‘মিলানো কংগ্রেসি’তে আসেম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাট এ আশ্বাস দেন।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে ব্যাপক সাফল্যের ভূয়সী প্রশংসা করে ডাচ প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে পরবর্তী ‘এগারো সদস্যের’ একটি হবে বাংলাদেশ।
মার্ক রাট কৃষি গবেষণা ও উন্নয়নে বাংলাদেশের উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তন ও বন্যা মোকাবেলায় দেশটির অভিজ্ঞতা তুলনাহীন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের কাছ থেকে নেদারল্যান্ডের অনেক কিছু শেখার আছে।’
এ প্রসঙ্গে ডাচ প্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশ বাঁধ নির্মাণ ছাড়াই বন্যা মোকাবেলায় সবুজায়ন প্রক্রিয়া ও উদ্ভাবনী পদক্ষেপ অনুসরণ করতে চায়।
জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জনকেন্দ্রিক, কর্মসংস্থান ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ‘মোবাইল ফোন ও আইসিটি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশে বিপ্লব ঘটেছে।’
আঞ্চলিক সহযোগিতার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের সহযোগিতা তাঁর সরকারের প্রাধান্য। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে আঞ্চলিক সংযুক্তি উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্সের’ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কম্যুনিটিভিত্তিক ইমামদের সাথে আলোচনার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে সমস্যার সমাধান করা যেতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান সিকদার ও ইতালিতে বাংলাদেশের দূত শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা রুপন্তিও উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেম নেতৃবৃন্দের সঙ্গে বৃহস্পতিবার রাতে ইতালির প্রেসিডেন্ট জিওরজিও নেপোলিটানো আয়োজিত একটি জাঁকালো নৈশভোজে যোগ দেন।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)