516
Published on অক্টোবর 14, 2014প্রকল্পের অধীনে গাড়ীচালক যাতে স্বাভাবিকভাবে গাড়ী চালাতে পারে, এ জন্য সিগনেলিং ব্যবস্থা এবং সড়ক মোড় উন্নয়নের পাশাপাশি মহাসড়কে নজরদারি বাড়ানো হবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬৫ কোটি টাকার জাতীয় মহাসড়কে ব্লাক স্পটে সড়ক নিরাপত্তার উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প অনুমোদন করেছে।
একনেক চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ শেরেবাংলানগরে একনেক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল বৈঠক শেষে সাংবাদিকদের জানান, একনেক সভায় আজ মোট ২ হাজার ৮৮৭ দশমিক ২৮ কোটি টাকার সড়ক নিরাপত্তা প্রকল্পসহ মোট আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে সরকার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৩৮৩ দশমিক ৪৮ কোটি টাকা দেবে। অবশিষ্ট ১ হাজার ৪৯৭ দশমিক শূন্য ৯ কোটি টাকা পাওয়া যাবে প্রকল্প সহায়তা হিসেবে এবং সংশ্লিষ্ট সংস্থা নিজস্ব তহবিল থেকে দেবে ৬ দশমিক ৭১ কোটি টাকা।
মহাসড়কে ১৪৪টি ব্লাক স্পটের মধ্যে ঢাকায় ৩৪টি, গোপালগঞ্জে ৬টি, কুমিল্লায় ৮টি, সিলেটে ১৪টি, খুলনায় ১১টি, বরিশালে দুটি, রংপুরে ৩৫টি এবং রাজশাহী ৩৪টি।
পরিকল্পনা মন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়ক অধিদপ্তর ২০১৬ সালের জুনের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। তিনি আরো জানান, একনেক সভায় রাজধানীতে সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা নিরসনে ২২০ দশমিক ৪৫ কোটি টাকা ব্যয়ে রাজধানীর আজিমপুর সরকারি কলোনীতে বহুতলবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ২০১৮ সালের জুনের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের অধীনে ২০-তলাবিশিষ্ট দুটি ভবন এক হাজার বর্গফুট করে ১৫২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ২০-তলাবিশিষ্ট অপর চারটি ভবনে ৮শ’ বর্গফুটের ৩০৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
একনেক সভায় ৯৯৩ দশমিক ৩৮ কোটি টাকা ব্যয়ে বন্যা মোকাবেলা এবং হাওর এলাকায় জীবনমান উন্নয়নে আরো একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। পানিসম্পদ মন্ত্রণালয় ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রকল্প সহায়তা হিসেবে এই প্রকল্পে ৫৯৪ দশমিক ৪৬ কোটি টাকা দেবে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩২টি উপজেলা এই প্রকল্প বাস্তবায়ন হবে।
একনেক রাজধানীর মতিঝিল সরকারি কলোনীতে বহু তলাবিশিষ্ট একটি আবাসিক ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে। ১৭৬ দশমিক ৪২ কোটি ব্যয়ে এই প্রকল্পটি ২০১৮ সালের জুনের মধ্যে শেষ হবে।
প্রকল্পের অধীনে ২০ তলাবিশিষ্ট চারটি ভবনে প্রতিটি ৬৫০ বর্গফুটের ৫৩২টি ফ্ল্যাট নির্মিত হবে।
পরিকল্পনামন্ত্রী আরো জানান, রাজধানীতে তিন লাখ বাসার চাহিদার বিপরীতে সম্প্রতি মাত্র ১৫ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচাররি আবাসন সুবিধা দেয়া হয়েছে।
একনেক সভায় অনুমোদিত অপর প্রকল্পগুলো হলো ১২১ দশমিক ৫৮ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতায়ন কর্মকা-ের সুইসিং ব্যবস্থা নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গি-জয়দেবপুর সেকশনে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়নে ১ হাজার ১০৬ দশমিক ৮০ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ঋণ সহায়তা হিসেবে ভারতের কাছ থেকে ৯০২ দশমিক ৬৩ কোটি টাকা পাওয়া যাবে। এ ছাড়া আরো রয়েছে ৮৪ দশমিক ৬১ কোটি টাকা ব্যয়ে ধনাগোদা নদীতে মতলব সেতু নির্মাণ প্রকল্প এবং ১৯ দশমিক শূন্য ৪ কোটি টাকা ব্যয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরী কর্মসূচির সম্প্রসারণ।
সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রীবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।