মন্ত্রীসভায় অনুমোদন পেল ‘ট্রেডমার্ক (সংশোধিত) আইন, ২০১৪’

460

Published on অক্টোবর 13, 2014
  • Details Image

এতে পণ্য বা সেবার ট্রেডমার্ক সম্পর্কিত মামলা নিষ্পত্তির সময়সীমা বিদ্যমান ১২০ কার্যদিবস থেকে বাড়িয়ে ৩৬০ কার্যদিবস করার প্রস্তাব করা হয়েছে।

প্রধনামন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘ট্রেডমার্ক (সংশোধন) আইন ২০১৪’ শীর্ষক এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের বিষয়টি দীর্ঘমেয়াদী এক প্রক্রিয়া। ৭ স্তরে এটি সম্পন্ন হয়।

এ ছাড়া অনেক ক্ষেত্রে নথিপত্র যাচাই ও সত্যায়নের জন্য দূতাবাসের মাধ্যমে বিদেশেও পাঠানোর প্রয়োজন হয়। এ জন্য ১২০ কার্যদিবসের মধ্যে এ ধরনের একটি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয় না। ফলে বিদ্যমান আইনটি বাস্তবোচিত নয়।

শিল্পমন্ত্রী সময়সীমা বৃদ্ধির এই প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করেন।

মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের নিউইয়র্ক সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।

চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর বর্তমান সরকারের প্রধান হিসেবে এটাই হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর। অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী জলবায়ূ সম্মেলন, জাতিসংঘ শান্তিরক্ষা ও গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনেশিয়েটিভ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনা সভাসহ অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রী ও উপদেষ্টাবৃন্দও অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দেন।

এ ছাড়া ব্যবসায়ী প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের প্রয়াসে নিয়োজিত ছিলেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

ছবিঃ ইয়াসিন কবির জয়

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত