আগামী অর্থবছরে বাংলাদেশকে ৪ হাজার কোটি টাকা সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

491

Published on অক্টোবর 14, 2014
  • Details Image


বিশ্বব্যাপী কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে ধনী-গরিবের বৈষম্য কমানোর আহ্বানের মধ্যদিয়ে বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াসিংটনে তিন দিনের এ সভা শুক্রবার স্থানীয় ডার কনস্টিটিউশন হলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সভায় বিশ্ব ব্যাংক-আইএমএফের সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বিশ্ব ব্যাংক গ্রুপের চেয়ারম্যান পেট্রিক প্র“য়াইচের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্দ বক্তব্য রাখেন।
এর আগে ২০০৮ সালে বিশ্ব ব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা পায় বাংলাদেশ। বিশ্ব ব্যাংক আগামী অর্থবছরে এ বাজেট সহায়তা দেবে বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জিম ইয়ং কিম বলেন, বিশ্ব অর্থনীতি যাতে কেবল সৌভাগ্যবানদের উন্নতি না ঘটিয়ে সমাজের সব শ্রেণীর মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সমাজে ধনী-গরিবের বৈষম্য কমানোই আমাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, দক্ষিণ এশিয়া এবং সাব সাহারা অঞ্চলে বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বাস করে। এ দুই অঞ্চলের অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে বিশ্ব ব্যাংকের কার্যক্রম বাড়ানো হবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত