435
Published on সেপ্টেম্বর 22, 2014এই সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ ও দ্বিপক্ষীয় বিভিন্ন বৈঠকে অংশগ্রহন করবেন। দ্বিপক্ষীয় বৈঠকের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র সাথে বৈঠকের কথা রয়েছে। এই বৈঠক দু’দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করবে।
এসকল বৈঠকে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে তুলে ধরতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অবদানের কথা তুলে ধরবেন।
২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সাথে ওয়ালডর্ফ এস্টোরিয়াতে সাক্ষাৎ করবেন।। জলবায়ু সম্মেলন, ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি সম্মেলনের ‘জাতীয় কর্ম ও লক্ষ্য ঘোষণা’ সেশনে বক্তব্য রাখবেন।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুন এর সভাপতিত্বে আয়োজিত অভ্যর্থনা ও মধ্যাহ্ন ভোজে অংশ নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিন, নারী শিক্ষার বিকাশে আওয়ামী লীগ সরকারের সফলতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনিশিয়েটিভ’ এর উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহন করবেন।
পরদিন আমেরিকান চেম্বার ও আমেরিকান ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে গ্র্যান্ড হায়াত হোটেলে মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিন কমনওয়েলথভুক্ত সরকার প্রধানদের সাথে আলোচনায় অংশ নেবেন তিনি।
২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দফতরে ‘আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী সম্মেলন’ এ সহ সভাপতিত্ব করবেন। একইদিন বাংলাদেশের জাতিসংঘে যোগদানের ৪০ বছরপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং বাংলাদেশ স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
পরদিন ২৭ সেপ্টেম্বর সেন্টার পার্ক এর গ্রেট লন’এ গ্লোবাল সিটিজেন’স ফেস্টিভালে অংশ নিবেন প্রধানমন্ত্রী। সাধারণ পরিষদের সম্মেলনের পাশাপাশি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন। এছাড়াও, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ, বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ, কাতারের আমির শেখ তামিম বিন আহমাদ আল-থানি এবং নেপালি প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এর সাথেও বৈঠক করবেন। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি অভ্যর্থনা অনুষ্ঠানেও যোগ দিবেন তিনি।