চীনের প্রস্তাবিত ‘এআইআইবি’তে যোগ দিতে বাংলাদেশের নীতিগত সিদ্ধান্ত

506

Published on সেপ্টেম্বর 20, 2014
  • Details Image

সচিবালয়ে এআইআইবি সংক্রান্ত এক বৈঠক শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মেজবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি জানান, এআইআইবিতে যোগদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আগামী অক্টোবরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। ভারত ও দক্ষিণ কোরিয়াসহ এ পর্যন্ত প্রায় ২৩টি দেশ এআইআইবিতে যোগদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ১০ হাজার কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান জানান, এআইআইবিতে যোগদানের বিষয়ে সরকারের সিদ্ধান্ত পজিটিভ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইআরডি সচিব, অর্থ সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পশ্চিমা প্রভাবিত আন্তর্জাতিক মুদ্রাবাজারকে নতুন রূপ দিতে এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহযোগিতার হাত বাড়াতে গঠিত বহুল আলোচিত বহুজাতিক উন্নয়ন ব্যাংক ‘ব্রিকস ব্যাংক’-এ যোগদানের জন্য বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ব্রিকস ব্যাংকে যোগদানের প্রয়োজনীয় তথ্য জানাতে সদস্য পাঁচ দেশের নিযুক্ত রাষ্ট্রদূতদের কাছে চিঠি পাঠানো হয়েছে, তারা কিছু কিছু তথ্যও পাঠাচ্ছে। ব্রিকস ব্যাংক গঠনের বিষয়ে গত ১৫ জুলাই ব্রাজিলে উদ্যোক্তা পাঁচ দেশ চুক্তি স্বাক্ষর করে। প্রাথমিকভাবে এ ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১০০ বিলিয়ন ডলার। এর মধ্যে ১০ বিলিয়ন ডলার করে উদ্যোক্তা পাঁচ দেশের বিনিয়োগের পরিমাণ হবে ৫০ বিলিয়ন ডলার। ২০১৩ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লিউ কেকিয়াং এই ব্যাংকটি প্রতিষ্ঠার ঘোষণা দেন। এ ব্যাংকের অন্যতম লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোকে আরো বেশি ঋণ দেয়া, যাতে তারা অবকাঠামো উন্নয়ন এগিয়ে নিতে পারে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত