বাংলাদেশ সরকার আরো ৩টি কূনৈতিক মিশন খুলবে

489

Published on সেপ্টেম্বর 16, 2014
  • Details Image


ইউরোপের বাজারে বাংলাদেশের রফতানি সম্প্রসারিত করার লক্ষ্যে, তিনটি দূতাবাসই তাদের কূটনৈতিক কর্মকাণ্ড শুরু করবে আগামি দু’মাসের মধ্যেই, আশা করা হচ্ছে।
আরো তিনটি কূটনৈতিক মিশন খোলার মাধ্যমে, ৫৫টি দেশে মোট মিশনের সংখ্যা দাঁড়াবে ৭১টি।
সেই সাথে, আওয়ামী লীগ সরকার আফগানিস্তান, সুদান এবং সিয়েরা লিওনে নতুন দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
গত বছর, পাঁচটি দূতাবাস স্থাপিত হয়েছে মেক্সিকো, ব্রাজিল, লেবানন, মরিশাস এবং পর্তুগালে আর একটি ডেপুটি হাইকমিশন স্থাপিত হয়েছে ভারতের মুম্বাইতে।
আরো দূতাবাস ও মিশন স্থাপনের ফলে, বাংলাদেশি প্রবাসীদের সহায়তা দেয়া সম্ভব হবে, রফতানি ও বাণিজ্য বৃদ্ধি পাবে এবং বিশ্বে আরো বেশি রাজনৈতিক সংযোগ স্থাপিত হবে।
দাপ্তরিক তথ্যমতে, ৭০ লাখ বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে এবং তারা দেশে প্রতি বছর প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠায়।
বেশ কিছু মিশন যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, মালেশিয়া, আমেরিকা, যুক্তরাজ্য, ইটালী এবং সিঙ্গাপুর থেকে উল্লেখযোগ্য পরিমাণের বৈদেশিক মুদ্রা আয় দেশে পাঠাচ্ছে জনগণকে কনসুলার সেবা দেবার মাধ্যমে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত