লক্ষ্য একটি পূর্ণাঙ্গ ইলেক্ট্রিক হাব: মহেশখালীতে আরো দুটো বিদ্যুৎকেন্দ্র নির্মাণ

399

Published on সেপ্টেম্বর 16, 2014
  • Details Image


রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (BPDB) এই বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মাণের জন্য বিদেশি দাতা সংস্থাগুলোর সাথে কাজ করবে – এর মধ্যে আছে ৬০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক এবং ৩০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তরলায়িত প্রাকৃতি গ্যাস (LNG) ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র – বঙ্গোপসাগরের এই দ্বীপটিতে প্রায় ৫০০০ একর জুড়ে এই বিদ্যুৎকেন্দ্র দুটো স্থাপিত হবে।


মহেশখালী দ্বীপকে একটি পাওয়ার হাবে রূপ দিতে বিপিডিবি প্রায় ১৮৯.৫ মিলিয়ন টাকার এই প্রকল্পের মাস্টার পরিকল্পনা প্রস্তুত করেছে।
২০০৮ এ ক্ষমতা গ্রহণের পরে, সরকার দেশের মোট বিদ্যুৎ শক্তির ৫০% কয়লা ভিত্তিক করার লক্ষ্য নিয়েছে ২০৩০ সালের মধ্যে, বিদ্যমাণ বিদ্যুৎ উৎপাদনের উৎসগুলো, যেমন — প্রাকৃতিক গ্যাস, বর্তমানে দেশের ৮০% এরও বেশি বিদ্যুৎ উৎপাদনে ব্যয়িত হচ্ছে, এর উপর নির্ভরতা কমানোই যার লক্ষ্য।
আর এই লক্ষ্যেই, সরকার ইতোমধ্যেই তিনটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করে দিয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত