রূপপুর বিদ্যুৎ প্রকল্প: সেপ্টেম্বরে কাজ শুরু করছে রাশিয়ান কোম্পানি

443

Published on সেপ্টেম্বর 12, 2014
  • Details Image


প্রাথমিক কাজের মধ্যে রয়েছে কন্ট্রাক্টরদের জন্য একটি বসবাসের জন্য গ্রাম নির্মাণ। উত্তর পাবনা’র রূপপুরে নির্মিতব্য এই বিদ্যুৎ কেন্দ্রটির জন্য প্রাথমিক অনুমিত খরচ পড়বে ১.৫ থেকে ২.০ বিলিয়ন মার্কিন ডলার।
২০১৩ সালের অক্টোবরে, রাশিয়ার জেএসসি এনআইএইপি (NIAEP) যেটি অ্যাটমস্ট্রোয়এক্সপোর্ট কোম্পানিটির ব্যবস্থাপক প্রতিষ্ঠান, বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাথে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে স্বাক্ষর করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুরে অক্টোবর ২, ২০১৩ তারিখে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত