430
Published on সেপ্টেম্বর 11, 2014
সায়মা হোসেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস ও অটিজম-এর জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি। জনস্বাস্থ্যে বিশেষ অবদানের স্বীকৃতি প্রদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. ক্ষেত্রপাল সিং-এর পরামর্শ অনুযায়ী নতুন এই পুরস্কারের প্রবর্তন করা হয়। সর্বপ্রথম যে দু’টি পুরস্কার প্রদান করা হয় তার একটি অর্জন করলেন সায়মা হোসেন।
আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।
ড. ক্ষেত্রপাল সিং বলেন, সায়মা হোসেন এ অঞ্চলে এবং বিশ্বব্যাপী অটিজম বিষয়ে বাংলাদেশের যে ভূমিকা তার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন।
তিনি বলেন, ‘অটিজম স্পেক্ট্রাম ডিজিজেস এবং চাইল্ডহুড ডেভেলপমেন্ট ডিজঅর্ডারস বিষয়ে সায়মা হোসেনের কর্মপ্রচেষ্টা বহুমুখী/বহুপাক্ষিক অংশীদারিত্ব গঠনে সাহায্য করেছে। আর তার ফলশ্রুতিতেই জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে বিশেষ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
সম্মাননা গ্রহণ করে সায়মা হোসেন পুতুল তার এ পুরস্কার অটিজম ডিজঅর্ডারস-এর সঙ্গে বসবাসরত পরিবারগুলোর উদ্দেশ্যে উৎসর্গ করেন।
পূর্ব তিমুরের ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম (এনএমসিপি)-এর গুরুত্বপূর্ণ অবদানেরও স্বীকৃতি প্রদান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ জন্য ড. পুনম ক্ষেত্রপাল সিং পূর্ব তিমুরের স্বাস্থ্যমন্ত্রী লেস্টে ড. সার্গিও লোবোকেও সম্মাননা প্রদান করেন।
২০০৬ সালে এখানে ২ লাখ ২৩ হাজারেরও বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়, যার মধ্যে ৬৮ জনেরও বেশি মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা এবং দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে এনএমসিপি দেশব্যাপী ম্যালেরিয়া প্রতিরোধে জোর প্রচেষ্টা চালায়। আর এর ফলে ২০১৩ সালের মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা কমে আসে মাত্র ১০৪০ জনে, আর মৃত্যুর সংখ্যা দাঁড়ায় মাত্র ৩ জনে। আক্রান্তের হার প্রতি ১০০০ জনের মধ্যে মাত্র ১ জনে নেমে আসে, আর এ সাফল্যের মধ্য দিয়ে ম্যালেরিয়ায় সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে দেশটি।
এখন থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক জনস্বাস্থ্যে উল্লেখযোগ্য অবদানের জন্য দু’টি করে পুরস্কার প্রদান করবেন। একটি পুরস্কার প্রদান করা হবে স্ব-স্ব-ক্ষেত্রে কাজ করে যাওয়া নিবেদিতপ্রাণ একজন ব্যক্তিকে এবং অপরটি প্রদান করা হবে একটি প্রতিষ্ঠানকে।
বাসস
ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল