দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্য কর্মপ্রবাহকে বলিষ্ঠ করতে ঢাকা ঘোষণা

388

Published on সেপ্টেম্বর 10, 2014
  • Details Image

ঘোষণাটি গৃহীত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কনফারেন্সে যেখানে সকল স্বাস্থ্য মন্ত্রীরা অংশ নিয়েছিলেন।

সকল দেশই অঙ্গীকার করেছে প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থাপনাকে কার্যকর এবং ফলপ্রসূ স্বাস্থ্য কর্ম প্রবাহে উন্নীত করতে নিজেদের ধ্যান-ধারণা ও গবেষণালব্ধ ফলাফল বিনিময়ের যাতে মশাবাহিত বা রক্তপায়ী পোকাদের মাধ্যমে সংক্রমিত রোগের প্রাদূর্ভাবে দ্রুত চিকিৎসা এবং প্রতিকার নেয়া সম্ভব হয়।
বাংলাদেশ তিনটি সমঝোতার স্মারকেও স্বাক্ষর করেছে যাতে দেশগুলোর সাথে মরণঘাতী রোগসমূহের নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা পাওয়া যায়, সেই সাথে স্বাস্থ্য শিক্ষা, প্রতিকার এবং ঔষধ প্রভৃতির বিনিময় করা যায়।

কালাজ্বরের জন্য সমঝোতার স্মারক
বাংলাদেশ, ভুটান, ভারত নেপাল এবং থাইল্যান্ড কালাজ্বর নির্মূলের জন্য একযোগে কাজ করার একটি সমঝোতার স্মারকে স্বাক্ষর করেছে।পাঁচটি দেশই পারস্পরিকভাবে সম্মত হয়েছে তারা সম্পদের সংহতি, তথ্য, গবেষণা, সামর্থ্য তৈরি এবং কারিগরী সহায়তা প্রভৃতির বিনিময় ঘটাবে।এই অঞ্চলের প্রায় ১৪.৭ কোটি মানুষ এই রোগ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে বাংলাদেশ, ভারত ও নেপাল প্রধান।

মালদ্বীপের সাথে সমঝোতার স্মারক
বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী হুসেইন রাশিদ একটি সমঝোতার স্মারকে স্বাক্ষর করেন, যাতে মালদ্বীপ তাদের শিক্ষার্থীদেরকে বাংলাদেশের মেডিক্যাল এবং নার্সিং কলেজগুলোতে পাঠাতে পারে এবং তারা বাংলাদেশি স্বাস্থ্য পেশাজীবিদের নিয়োগ দিতে পারেন।

ঐতিহ্যগত এবং হোমিওপ্যাথি চিকিৎসায় সমঝোতার স্মারক
ভারতের ঐতিহ্যগত এবং হোমিওপ্যাথি চিকিৎসা অধিদপ্তরের সচিব নীলাঞ্জন স্যান্যাল এবং বাংলাদেশের স্বাস্থ্য সচিব এমএম নিয়াজুদ্দিন একটি সমঝোতার স্মারকে স্বাক্ষর করেন, ঐতিহ্যগত এবং হোমিওপ্যাথি চিকিৎসার প্রসারের জন্য যাতে কাচামাল, প্রশিক্ষণ এবং চিকিৎসক বিনিময় হতে পারে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত