স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে

497

Published on সেপ্টেম্বর 10, 2014
  • Details Image


স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৈঠকে স্বাস্থ্যখাতে বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞ ও চিকিৎসক বিনিময় এবং স্বাস্থ্যখাতে কাজ করতে আমরা একমত হয়েছি।
তিনি বলেন, আয়ুবেদিক চিকিৎসার ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে রয়েছে। উপমহাদেশে এ চিকিৎসা পদ্ধতি অনেক পুরনো। তাই ভারতের সঙ্গে এই বিষয়ে একত্রে কাজ করা হবে। তাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে এসে এখানের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। ভারত ও বাংলাদেশ এসব বিষয়ে অভিজ্ঞতা এবং চিকিৎসক আদান প্রদান করতে পারবে।
মোহাম্মদ নাসিম বলেন, আমাদের মধ্যে বায়ুবাহিত রোগ প্রতিরোধে আলোচনা হয়েছে। ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম অঞ্চলগুলো বাংলাদেশের সীমান্তে। বিগত দিনগুলোতে দেখা গেছে, ওইসব এলাকায় ম্যালেরিয়া, কালাজ্বর হলে আমাদের এখানেও বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে রোগের প্রকোপ দেখা যায়। এ ক্ষেত্রে কর্মপন্থা নির্ধারন করতে দু'দেশের একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, দরিদ্র মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ডের বিষয়ে সরকার কাজ শুরু করেছে। তবে এ ব্যাপারে ভারত বেশ এগিয়ে আছে। হেলথ কার্ড করার ক্ষেত্রে তাদের পরামর্শ নিয়ে ঐ পদ্ধতি অনুসরন করা হবে।
মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধ ছাড়াও ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীও নতুন, আমিও নতুন।
তিনি বলেন, আগামীকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের স্বাস্থ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন। দ্বিপক্ষীয় বিষয়গুলোতে কাজ করতে দুইদেশ পরস্পরের মধ্যে প্রতিনিধি পাঠানোর বিষয়েও একমত হয়েছেন বলে জানান মন্ত্রী। বৈঠকে দুদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত