558
Published on সেপ্টেম্বর 9, 2014
বিমস্টেকের সফররত মহাসচিব সুমিত নাকানদালা আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
শেখ হাসিনা বলেন, বিশ্বের এ অঞ্চলে বিপুলসংখ্যক দরিদ্র মানুষের বসবাস। তাই দারিদ্র্য বিমোচন এ আঞ্চলিক ফোরামের লক্ষ্য হতে হবে।
প্রধানমন্ত্রী এ সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, অর্থনৈতিক সংহতির জন্য যোগাযোগ জোরদার করতে হবে।
এ প্রসঙ্গে তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধিতে টেকসই অবদান রাখতে পারে বলে উল্লেখ করেন।
ঢাকায় বিমস্টেক সচিবালয়ে মহাসচিব হিসেবে যোগদানের জন্য সুমিত নাকানদালাকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, শুরুতে তাকে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তবে এ চ্যালেঞ্জ মোকাবেলা করে বিমস্টেককে একটি সুসংগঠিত আঞ্চলিক ফোরামে পরিণত করতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
জবাবে সুমিত নাকানদালা বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক সংহতিতে বিমস্টেকের চমৎকার সম্ভাবনা রয়েছে এবং সদস্য দেশগুলোর উচিত হবে পরস্পরের স্বার্থে ঘনিষ্ঠভাবে কাজ করা।
বিমস্টেক মহাসচিব বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও শিক্ষার প্রসারে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। তাঁর বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে এ আঞ্চলিক ফোরাম তার অভীষ্ঠ লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে বলে সুমিত নাকানদালা আশা প্রকাশ করেন।
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশ কয়েকটি দেশকে নিয়ে আন্তর্জাতিক সংস্থা বিমস্টেক গঠিত। এর সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল। এই আঞ্চলিক ফোরাম ১৯৭৭ সালের ৬ জুন ব্যাংককে প্রতিষ্ঠিত হয়।
-বাসস