477
Published on সেপ্টেম্বর 8, 2014জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) মহাপরিচালক আজ প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে এ প্রশংসা করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
ইউনেস্কো মহাপরিচালক গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনিশিয়েটিভের (জিইএফআই) জন্য জাতিসংঘ মহাসচিব কর্তৃক সেরা সরকার প্রধান মনোনীত হওয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন।
ইরিনা বোকোভা আজ ঢাকায় ‘গার্লস এন্ড উইমেন্স লিটারেসি এন্ড এডুকেশন : ফাউন্ডেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি এ বছর লন্ডনে অনুষ্ঠিত প্রথম গার্লস সামিটে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, তাঁর উপস্থিতির ফলে সম্মেলন সাফল্য অর্জন করেছে।
শেখ হাসিনা জিইএফআই-এর লক্ষ্য ও উদ্দেশ্য- মানসম্পন্ন গ্লোবাল এডুকেশনের আরো অগ্রগতির জন্য বাংলাদেশ যাতে অর্থবহ ভূমিকা পালন করতে পারে সেজন্য ইউনেস্কো মহাপরিচালকের অব্যাহত সমর্থন ও সহায়তা কামনা করেন।
শিক্ষা খাতে বাংলাদেশের চমৎকার সাফল্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ এবং সংবিধানে এটিকে বাধ্যতামূলক করেন।
বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে অবদানের জন্য তাঁকে ‘ট্রি অব পিস’ মেমেন্টো প্রদান করায় শেখ হাসিনা ইউনেস্কো মহাপরিচালককে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের উন্নয়নের সহায়তা প্রদানের জন্য ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এর উন্নয়নে আরো সহায়তা কামনা করেন।
জবাবে ইরিনা বোকোভা এ ব্যাপারে ভবিষ্যতে সর্বাত্মক সমর্থন ও সহায়তার আশ্বাস দেন।
এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)