বাংলাদেশের গর্ব: ইউনেস্কো আন্তর্জাতিক স্বাক্ষরতা পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী

679

Published on সেপ্টেম্বর 8, 2014
  • Details Image

এই বছর ইউনেস্কো বিশ্বের সাত (৭) ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাক্ষরতা এবং শিক্ষায় অবদানের স্বীকৃতির জন্য মনোনীত করেছে, যাদের আগেই ইউনেস্কোর জুরী বোর্ড নির্বাচিত করেছে।

পুরস্কার গ্রহীতারা হলেন, প্রোমোশন অফ নন-ফরমাল এডুকেশন অফ বুরকিনা ফাসো আনাতোল টি নিয়ামোগো, ইকুয়েডরের শিক্ষামন্ত্রী অগাস্তো এস্পিনোসা, আলজেরিয়ান অ্যাসোসিয়েশন অফ অ্যালফাবেটাইজেশন (IQRRA) এর প্রেসিডেন্ট আইচা বার্কি, স্পেনের পার্মানেন্ট এডুকেশন সেন্টার পলিগোনো সার সেভিল এর পরিচালক আনা গার্সিয়া রীনা, স্পেনের পার্মানেন্ট এডুকেশন সেন্টার পলিগোনো সার সেভিল এর উপ-পরিচালক ইসাবেল ডিলবার্ট, সাউথ আফ্রিকার মোল্টেনো ইনস্টিটিউট ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি এবং ইন্টারন্যাশনাল লিটারেসি ইনস্টিটিউট এর চিফ এক্সিকিউটিভ অফিসার মাসেন্ন্যা ডিকোটলা এবং ডিলবার্ট, সাউথ আফ্রিকার মোল্টেনো ইনস্টিটিউট ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি এবং ইন্টারন্যাশনাল লিটারেসি ইনস্টিটিউট এর পরিচালক ড্যান এ ওয়্যাঙ্গার

প্রধানমন্ত্রী ইউনেস্কো পুরস্কার উৎসর্গ করলেন দেশের নারীদের প্রতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর পিস ট্রি পুরস্কারে ভূষিত হয়েছেন তাঁর নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষার জন্য তার দৃঢ়প্রতিজ্ঞার কারণে। ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা তাকে এই পুরস্কার তুলে দেন। পরে, প্রধানমন্ত্রী এই পুরস্কারটি নারীদের, বিশেষত বিশ্বের সকল নারীকে উদ্দেশ্য করে উৎসর্গ করেন।

ঢাকায় নারী সাক্ষরতার উপর আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনিশিয়েটিভ (GEFI) এর শীর্ষ দেশ হিসেবে, বাংলাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একদিনের আন্তর্জাতিক কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের ইউনেস্কোর সাথে যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এই নারী সাক্ষরতা এবং শিক্ষার উপর আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে যেখানে ২৭টি দেশের আন্তর্জাতিক বিভিন্ন এনজিওসহ ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত